Aryan Khan, aryan khan with bengali woman, Nyra Banerjee, আরিয়ান খান, আরিয়ানের সাথে এক বাঙালি নারী, নায়রা ব্যানার্জি
পার্টিতে শাহরুখ-পুত্র আরিয়ানের সাথে দেখা গেল এক বঙ্গ তনয়াকে! কে তিনি?

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ চলচ্চিত্র জগতের তারকাদের সন্তানরা সবসময়ই থাকেন পাপারাজিৎদের ক্যামেরার ঘেরাটোপে। পরিবারের সাথে হোক বা বন্ধু-বান্ধবদের সাথে পাপারাজিৎদের চোখে পড়া মানেই তাদের লেন্সবন্দি করা। সেরকমই এক স্টারকিড হলেন শাহরুখ (Shahrukh) পুত্র আরিয়ান (Aryan)। সম্প্রতি আরিয়ানকে এক বঙ্গ তনয়ার সাথে পার্টিতে লক্ষ্য করা গিয়েছে। কে সেই বঙ্গকন্যা?

বন্ধু-বান্ধবদের সাথে হৈ-হুল্লোড় করতে পছন্দ করেন আরিয়ান (Aryan)। মাঝেমধ্যেই মুম্বাইয়ের নাইট লাইফে দেখা যায় শাহরুখ পুত্র আরিয়ানকে। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক ভিডিও। যেখানে শাহরুখ পুত্রকে নাচতে দেখা গেছে এক বাঙালি অভিনেত্রীর সাথে। ভিডিও ভাইরাল হতেই হইচই নেটপাড়ায়।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় অভিনেত্রী নায়রা ব্যানার্জি (Nyra Banerjee)-র সাথে নাচে মত্ত শাহরুখ পুত্র আরিয়ান (Aryan)। শুধু নাচ নয়, তারা গলা জড়িয়ে ছবিও তুলেছেন। তবে এইসব মুহূর্তই নেটদুনিয়ায় প্রকাশ করেছেন অভিনেত্রী নায়রা (Nyra)। যা দেখে নেটদুনিয়ায় আলোচনা তুঙ্গে।

নায়রা ব্যানার্জি (Nyra Banerjee) ছোট পর্দার পাশাপাশি বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন। বর্তমানে “পিশাচিনী” (Pishachini) ধারাবাহিকে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালই সক্রিয় থাকেন এই বঙ্গকন্যা। তার নেটদুনিয়ায় পোস্ট করা বোল্ড লুকের প্রতিটি ছবি উত্তাপ ছড়ায় নেটমহলে।

আরিয়ানের সাথে ছবি পোস্ট করে নায়রা ক্যাপশনে লিখেছেন, প্রিয় মানুষদের সাথে পাগল করা রাত। আর এইসব দেখেই নেটমহলে প্রশ্ন ওঠে তাহলে কি বঙ্গকন্যার প্রেমে মজলেন আরিয়ান (Aryan)? এই নিয়ে তুমুল জল্পনা নেটমহলে। আরিয়ানের সূত্রে খবরের শিরোনামে উঠে আসেন বঙ্গতনয়া নায়রা (Nyra)।