পশ্চিমবঙ্গ ডেস্কঃ বর্তমানে সমস্ত কিছুই ডিজিটাল হয়ে দাঁড়িয়েছে। এবার ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হবে রেশন। যার কারণে রেশন দোকান থেকে চাল গম বা অন্যান্য সামগ্রী কিনতে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।
আধার কার্ড লিঙ্ক করানো না থাকলে রেশন দোকান থেকে চাল গম ও অন্যান্য সামগ্রী পাবেন না গ্রাহকরা। ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ জেলাগুলিতেই অনলাইন সিস্টেমে রেশন চালু হয়ে গিয়েছে। তবে যাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করা হয়নি, আগস্ট মাসের পর থেকে তারা আর রেশন পাবেন না এমনটাই জানা যাচ্ছে। রেশন পেতে হলে আধার কার্ড সংযুক্তিকরণ করা আবশ্যক।
ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে আধার কার্ড ও রেশন কার্ড সংযুক্তিকরণ এর সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইন অথবা অফলাইনে সংযুক্তকরণ করাতে পারবেন আপনার রেশন কার্ড ও আধার কার্ড।
দেশের বিভিন্ন রাজ্যে ভাওতাবাজি দিয়ে অনেকেই রেশন তুলে নেন। যার যার ফলে ‘এক দেশ, এক রেশন কার্ড” প্রকল্প চালু করতে নতুন উদ্যোগ কেন্দ্র সরকারের। বর্তমানে মূল্যবান একটি কার্ড হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। আর এই আধার কার্ড রেশন কার্ডের সাথে যুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে আধার কার্ড ও রেশন কার্ড সংযুক্ত করলেই রাজ্যের যেকোন জায়গা থেকে রেশন কার্ড দেখিয়ে রেশন তুলতে পারবেন গ্রাহকরা। এছাড়াও করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পরিবর্তন হতে চলেছে রেশন প্রাপকের ক্রাইটেরিয়া।
তবে সংযুক্তকরনের জন্য কিভাবে আবেদন করবেন ? আপনি যদি অফলাইনে আধার কার্ড সংযুক্ত করাতে চান ! তাহলে আপনাকে রেশন দোকানে যেতে হবে। সেখানে আপনার পরিবারের সদস্যদের আধার কার্ডের জেরক্স এবং পরিবারের কর্তার একটি পাসপোর্ট সাইজের ফটো এবং রেশন কার্ড জেরক্স প্রয়োজন হবে। এছাড়াও আধার কার্ডের সঙ্গে ব্যাংকের একাউন্ট সংযুক্ত না থাকলে ব্যাংক একাউন্টের পাস বইয়ের একটি জেরক্স জমা দিতে হবে।
অন্যদিকে অনলাইনে আধার নম্বর সংযুক্ত করতে হলে, আপনাকে খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। এরপর আপনাকে আধার কার্ড এবং রেশন কার্ড রেজিস্ট্রেশন অপশনটি বেছে নিতে হবে। এরপর সমস্ত নথিভূক্ত সাবমিট করলেই, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ সম্পন্ন হবে।