mamata banerjee, sonali guha, tmc, bjp, সোনালি গুহ, মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ বঙ্গে চলছে সপ্তম দফার বিধানসভা নির্বাচনী ভোট। পাঁচটি জেলায় ৩৪ টি আসনে হচ্ছে ভোটগ্রহণ। সপ্তম দফার ভোটের দিনে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির খবর।

আজ সোমবার ভোট শুরু হতেই অশান্তি শুরু হয়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলার রানীনগর এলাকায়। অভিযোগের তীর উঠেছে তৃণমূলের দিকেই। মুর্শিদাবাদের রাণীনগর এলাকার বিজেপি প্রার্থী মাসোহারা খাতুন জানিয়েছেন, বিভিন্ন বুথে ভোট গ্রহণ চলছে কিন্তু অধিকাংশ বুথে বিজেপির এজেন্টদেরকে বসতে দেওয়া হচ্ছে না এমনকি পোলিং এজেন্ট দের কে মারধর করছে তৃণমূল আশ্রিত গুন্ডারা। তার অভিযোগ, এজেন্টের কে বুথে বসানোর জন্য তিনি বুথের দিকে যাচ্ছিলেন গাড়ি করে। হঠাৎ সেনপাড়া দিয়ে যাওয়ার সময় তার গাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত গুন্ডারা।

তিনি জানিয়েছেন, আমার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর পাশাপাশি তাঁর অভিযোগ রাণীনগরের ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোটদানে বাধা দিচ্ছে ঘাসফুল শিবির। এছাড়াও বিজেপি প্রার্থী মাসোহারা খাতুন জানান, আমাকে আটকে রাখে তৃণমূল আশ্রিত গুন্ডারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিজেপি প্রার্থী কে উদ্ধার করে পুলিশ এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বলে জানা গিয়েছে। তবে বিজেপি প্রার্থীর তোলা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

পাল্টা তৃণমূলের অভিযোগ, ভোটে হেরে যাচ্ছে তাই বিজেপি প্রার্থী মিথ্যে নাটক করে চলেছে। সম্পূর্ণ ঘটনাটির রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। রিপোর্ট হাতে পেয়ে বিজেপি কর্মীর ওপর কোনো প্রকার হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।