Locket Chatterjee, হুগলী, চুঁচুড়া, লকেট চট্টোপাধ্যায়, বিজেপি
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় আজ ভোটগ্রহণ চলছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই পাঁচটি জেলায় ৪৪ টি আসনে আজ চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে।

হুগলি জেলার চুঁচুড়ায় বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে শাসক দলের বিরুদ্ধে উঠে আসছে অভিযোগ। লকেট চট্টোপাধ্যায় এর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ঘাসফুলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস।

পাল্টা তৃণমূলের অভিযোগ, বুথ কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেই জন্যই তাকে স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল সমার্থকরা।

চুঁচুড়ার বিজেপি তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, এদিন সকালে চুঁচুড়া বিধানসভার ৬৬ নং বুথে ছাপ্পা ভোট হচ্ছে বলে খবর পেয়ে যাচ্ছিলেন সেই বুথে। এক মহিলাকে তিনি হাতেনাতে ধরেও ফেলেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী লকেট।

দেখুন সেই ভিডিও-

তার পরেই তাকে ঘেরুয়া করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল সমর্থকরা। এমনকি তার গাড়িকে লক্ষ্য করে ইট পাথর বর্ষণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং হাতেও চোট পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ- ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ১৮ বছরের যুবক, লজ্জার মুখে বাংলা রাজনীতি

চুঁচুড়ার বিজেপি প্রার্থীর গাড়ি ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। গাড়ি ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে।