পশ্চিমবঙ্গ ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচন ভোটকে কেন্দ্র করে ভোট প্রচারে উত্তপ্ত বাংলা। বিভিন্ন স্থানে রাজনৈতিক বিরোধী দলীয় প্রার্থীরা ভোট প্রচার করে বেড়াচ্ছেন ইতিমধ্যেই। গতকাল রবিবার হোলি উৎসবের দিনে টালিগঞ্জ ভোট প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
টালিগঞ্জে ভোট প্রচারে গিয়ে মেজাজ হারিয়ে এক বিজেপি কর্মী কে সজোরে চড় মেরে বসলেন বাবুল সুপ্রিয়। জানা গিয়েছে, গতকাল রবিবার দোল উপলক্ষে রানিকুঠিতে বিজেপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ওই এলাকার বিজেপি নেতা ও কর্মীরা। সেই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে বাবুল সুপ্রিয় এবং তার স্ত্রী ও কন্যাকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। দলীয় অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় উপস্তিত হওয়ায় তাকে এলাকার নেতা ও কর্মীরা শুভেচ্ছা জানান। তারপর অনুষ্ঠান শুরু হয়।
দলীয় অনুষ্ঠান শেষে সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বসেন বাবুল সুপ্রিয়। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় পিছন থেকে এক যুবক বাবুল সুপ্রিয়র উদ্দেশ্যে নিশানা করে বলেন, “এখানে ছবি তুললে কিছু হবে না। কাজ করতে হবে, লড়তে হবে”।
এমন বক্তব্য শুনে ওই যুবকের উপর তীব্র আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়। তিনি হঠাৎই ভিড়ের মধ্য থেকে সেই যুবককে দলীয় কার্যালয়ের ভিতর নিয়ে যান। তারপর তিনি কার্যালয়ের ভিতর যুবককে সজোরে একটি চড় মারেন। বিজেপি কর্মীর গায়ে হাত উঠিয়ে আবারো বিতর্কে জড়ালেন বাবুল সুপ্রিয়।
এ নিয়েও বিতর্ক তুঙ্গে। এক বিজেপি কর্মীর গায়ে হাত তোলায় সংবাদমাধ্যম বাবুল সুপ্রিয় কে প্রশ্ন করায় তিনি জানান, “এটা তার দলের কোনো কর্মী নয়। অশান্তি পাকানোর জন্য তৃণমূল কিছু বহিরাগত লোককে সেখানে পাঠিয়েছিল”।
তবে বাবুল সুপ্রিয়র এমন বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বাবুল সুপ্রিয়র ওই বক্তব্যকে কেন্দ্র করে পাল্টা জবাবে জানিয়েছে। নিজের দলের কর্মীকে মেরে বলছে আমার দলের কর্মী নয়। এটা বিজেপির অন্দরের কোন্দল। এখানে তৃণমূলকে দোষারোপ করে কোন লাভ নেই।