babul supriyo, বাবুল সুপ্রিয়, তৃণমূল
তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজনৈতিক টুইস্ট ! “বাবুল জয়েন্স তৃণমূল”। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে দল পরিবর্তন কোন নতুন ঘটনা নয় তবে আজকের ঘটনায় মুখ লুকোতেই হবে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব দের। আর মাত্র কয়েকদিন বাকি ভবানীপুরে উপনির্বাচনের। আর ঠিক এই সময়ে প্রাক্তন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই ঘটনা যেন রাজ্য বিজেপির জন্য ফুটবলের সেমসাইড গোল খাওয়ার মত।

babul supriyo, বাবুল সুপ্রিয়, তৃণমূল
তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

আজ তৃণমূলের ক্যামাক স্ট্রীট এর অফিসে বাবুল সুপ্রিয় এর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূলে যোগদান করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বাবুল। তিনি তার ফেসবুকে পোস্ট করে জনসাধারণকে জানিয়েছিলেন তার এই সিদ্ধান্তের কথা। তবে তিনি তৃণমূলে যোগদান করবেন এটা বোধহয় কেউ ভাবেন নি।

বাবুল সুপ্রিয় বিজেপি থেকে সরাসরি তৃণমূলে যাননি সেটা ঠিক হলেও তার তৃণমূলে যোগদান করাকে মোটেই ভালো চোখে দেখছে না বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যের নেতৃত্ব। রাজ্য বিজেপির দলীয় নেতৃত্ব দের সাথে এর আগেই অনেকটাই মতান্তর তৈরি হয়েছিল বাবুলের তা আগেই পরিষ্কার হয়েছিল তার রাজনীতি ছাড়ার প্রসঙ্গে। তবে শেষ বেলায় বাবুলের বাজি যে তৃণমূল নিয়ে যাবে এটা কোনভাবেই আশা করেনি রাজ্য বিজেপি।

আজ তৃণমূলের ক্যামাক স্ট্রীট এর অফিসে বাবুল সুপ্রিয়র তৃণমূলে পদার্পণের সময় সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। ডেরেক ও’ব্রায়েন তার টুইটার হ্যান্ডেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি টুইটকে শেয়ার করে সেখানে লেখেন “খেলা হবে”।

বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান করার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব দের প্রশ্ন করলে রাজ্যে বিজেপির বরিষ্ঠ নেতা দিলীপ ঘোষ বলেন “আমার এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই, যা বলার দিল্লি বলবে।”