লিওনেল মেসি, আর্জেন্টিনা, Lionel Messi, Argentina, paris saint germain

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে মঙ্গলবার প্যারিসে ফিরেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। পরের দিন অর্থাৎ বুধবার অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর পিএসজির অনুশীলনের ফিরেই রাজার মত পা রাখলেন লিওনেল মেসি। অনুশীলনে এই দিন বিশ্বকাপ জয়ের জন্য পিএসজির কিংবদন্তি তারকাকে গার্ড অফ অনার দেন ক্লাবের সতীর্থ খেলোয়াড় ও কর্মকর্তারা। এরপর বিশেষ স্মারক তুলে দেয়া হয় লিওনেল মেসির হাতে।

এর আগেও তিনি এরকম অনেক কিছু অনুভব করেছেন নিজের কেরিয়ার এর বিভিন্ন সময়ে। কিন্তু এইবারেরটা প্রত্যেক বারের তুলনায় অনেকটাই আলাদা। বিশ্বকাপের ফাইনালের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। বিশ্বকাপ জেতার পরে ফ্রান্সের অনেক সমর্থকের মুখে সমালোচনা শুনতে হয়েছে মেসিকে। আর সেখানে ফ্রান্সেরই ক্লাবের দল সম্বর্ধনা জানালো মেসিকে। এমনকি সঙ্গে রয়েছে অনেক সতীর্থ ফ্রান্স ফুটবলার।

https://twitter.com/PSG_English/status/1610684390308450305

পিএসজির পক্ষ থেকে খুব সুন্দর একটা মুহূর্ত দেওয়া হল লিওনেল মেসিকে। তবে এখানেই শেষ নয় আরো অনেক কিছু অপেক্ষা করছে আর্জেন্টাইন তারকার জন্য। বিশ্বকাপ জয়ের পর প্রথম যেদিন তিনি মাঠে নামবেন সেখানেও তার জন্য অপেক্ষা করছে অনেক কিছু। তা আগেই জানিয়ে দিয়েছেন প্যারিসের কোচ ক্রিস্তফ গালতিয়ের।

বিশ্বকাপ জিতে টানা দুই সপ্তাহ নিজের দেশ আর্জেন্টিনাতে ছিলেন লিওনেল মেসি। সেই সময় ফরাসি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে ক্লাবের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করেছেন তিনি। অর্থাৎ আরও একটি বছর বাড়িয়ে ২০২৪ পর্যন্ত পিএসজিতে কাটাবেন আর্জেন্টাইন অধিনায়ক। সামনের সপ্তাহের মধ্যেই হয়তো অফিসিয়াল ঘোষণা আসতে পারে নতুন চুক্তির, এমনটাই জানিয়েছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো।

মেসি দলে ফেরার পর পরের শুক্রবার ম্যাচ খেলতে নামবে পিএসজি। হয়তো সেই ম্যাচে নাও দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে। তবে ১১ তারিখের ম্যাচে প্যারিসের হয়ে মাঠে নামতে চলেছেন তিনি।