শোভন বন্দ্যোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সিবিআই, নিজাম প্যালেস, নারদা কাণ্ড
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সকাল থেকেই নারদা কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সোমবার সকালে নারদা কাণ্ডে জড়িত থাকার আশঙ্কায় জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে তলব করা হয় তৃণমূলের চার হেভিওয়েট নেতাদের। মদন মিত্র, সুব্রত, ফিরাহাদ হাকিম এবং প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে।

এমত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে যান নিজাম প্যালেসে। সেখানে তিনি ধর্নায় বসেন এবং তাঁকে দাবী তুলতে শোনা যায় যে, তাঁকেও তবে গ্রেপ্তার করা হোক। এমত পরিস্থিতিতে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে, শোভন চ্যাটার্জির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তার জন্য তিনি নিজের প্রাণ দিতেও প্রস্তুত।

সকাল থেকেই আজ রাজ্য রাজনীতি উত্তাল ছিল নারদা কাণ্ডের সিবিআই তদন্ত ঘিরে। সকালেই গ্রেপ্তার হয়ে যান শোভন, মদন, সুব্রত ফিরহাদ সহ তৃণমূলের হেভিওয়েট নেতারা। সকলের মত সেই দলে থাকা শোভন চ্যাটার্জির পাশেও দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে শোভন চ্যাটার্জির বান্ধবী তথা বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন যে,” শোভনের পাশে যেভাবে মুখ্যমন্ত্রী এসে দাঁড়ালেন, ওনার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত।”

আজ সকালে নিজাম প্যালেসে শোভন চ্যাটার্জির তলবের পর তার সাথে তলব করা হয় শোভন বাবুর স্ত্রী রত্না চ্যাটার্জিকে। রত্না দেবী নিজাম প্যালেসে এসে পৌঁছলে সংবাদ মাধ্যম তাঁকে এই প্রসঙ্গে কিছু বলতে বললে তিনি বলেন যে, “শোভন চ্যাটার্জির বাড়ির লোক হিসেবে এসেছি। দেখি ওরা কি বলে।”

এর পরেই সকলের দৃষ্টি চলে যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর দিকে তিনি কোথায় এবং এই প্রসঙ্গে তার মত কি। তখনই তিনি সংবাদ মাধ্যমকে জানান যে, প্রয়োজন হলে তিনি মুখ্যমন্ত্রীর জন্য নিজের প্রাণ দিয়ে দেবেন।