পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আর কিছুক্ষণের মধ্যেই ফিফা ওয়াল্ড কাপ ২০২২ এবং এফসি এশিয়ান কাপ ২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের কোয়ালিফায়ারে মধ্যপ্রাচ্যে এর কাতারের দোহা শহরে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ এবং ভারত। এটি বাংলাদেশের হোম ম্যাচ হলেও করোনা পরিস্থিতির জন্য এই খেলাটি আয়োজন করা হচ্ছে কাতারে।
এখনো পর্যন্ত ভারত এবং বাংলাদেশ ফুটবল দল মুখোমুখি হয়েছে ২৯ বার। এর মধ্যে ভারত জয়ী হয়েছে ১৫ বার এবং ১২ টি খেলা ড্র হয়েছে। অপরদিকে বাংলাদেশ জিতেছে ২ বার। শেষবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে মুখোমুখি হয়েছিল এই দুটি দল। সেই দিনও ১-১ গোলে খেলা ড্র হয়। নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।
মাচ প্রিভিউ
বাংলাদেশ:-
বাংলাদেশের তরফ থেকে তাদের অভিজ্ঞ অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে আজ মাঠে নামবে তারা। বাংলাদেশের হয়ে আজ উপরে থাকছেন তারিক। ঠিক তার পেছন থেকে মাঝ মাঠে খেলবেন তপু বর্মন। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল জানিয়েছেন “আমাদের দলের আত্মবিশ্বাস খুব ভালো রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের জয়ের সুযোগ ছিল। আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামবো।”
ভারত:-
আজ ভারতীয় ফুটবলের আয়কন সুনীল ছেত্রীর নেতৃত্বে মাঠে নামতে চলেছে ভারত। বিশ্বকাপ কোয়ালিফায়ার এর গত ম্যাচে ভারত ১ – ০ গোলে পরাজিত হলেও। ম্যাচের শুরুতেই রেড কার্ড দেখে রাহুল ভেকে মাঠ ছাড়ার পর দুর্দান্ত ফুটবল খেলেছে ভারত। বিশেষ করে গোলকিপার গুরপ্রীত সিং এর পারফর্মেন্স নজর কেড়েছে সবার। ভারতীয় দলের কোচ ইগর স্ট্রিম্যাচ জানিয়েছেন আজ বাংলাদেশের বিপক্ষে ভারত আক্রমণাত্মক ফুটবল খেলবে।
লাইন আপ
বাংলাদেশ লাইন আপ- আনিসুর রহমান, মোঃ রহমত মিয়া, তপু বর্মন, জামাল ভূঁইয়া, বিপ্লব আহমেদ, মাসুক মিয়া জনি, মোহাম্মদ মার্টিন মিয়া, তারিক রহমান, রিয়াদুল হাসান, মানিক হোসেন, রাকিব হোসেন।
ভারত লাইন আপ – গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস, চিঙ্গলসানা সিং, গ্লেন মার্টিনস ব্র্যান্ডন ফার্নান্দেস, মনবির সিং, সুনীল ছেত্রী, সুরেশ সিং, বিপিন সিং, উদান্ত সিং।
কোথায় এবং কিভাবে খেলা দেখবেন ?
ভারতীয় সময় আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ স্টার স্পোর্টস ২ এবং স্টার স্পোর্টস ৩ এর চ্যানেলের মাধ্যমে দেখা যাবে এই ম্যাচ। এছাড়াও জিওটিভি এবং হটস্টার-এ এই খেলা দেখা যাবে।