
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বড়দিনের মাস অর্থাৎ ডিসেম্বরের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকতে চলেছে ব্যাংক। চলতি মাসে যদি আপনার ব্যাংকে কাজ থাকে তা অতি শীঘ্রই মিটিয়ে নিন। অন্যথায় ছুটির দিনগুলিতে ব্যাংকে গিয়ে কাজ করাতে চাইলে পড়তে পারেন বড় সমস্যায় । ২০২২ সালের ডিসেম্বর মাসে ১৪ দিনের ব্যাঙ্ক ছুটির ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ছুটির ১৪ দিন ব্যাংক বন্ধ থাকলেও পাওয়া যাবে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা। যার ফলে গ্রাহকরা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কাজ করতে পারবে। বড়দিনের মাসে শনিবার এবং রবিবার বাদ দিয়েও ছুটি থাকছে অনেকদিন। তবে এই ১৪ দিনের ছুটি সব রাজ্যের জন্য প্রযোজ্য নয়। অঞ্চল বিশেষ বিভিন্ন স্থানে ব্যাংকের ছুটির দিন আলাদাভাবে নির্ণয় করা হয়েছে।
এক নজরে দেখে নিন কোন কোন রাজ্যে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। তাহলে সমস্ত বিভ্রান্তির অবসান ঘটতে পারে।
বড়দিনের মাসের ব্যাংক ছুটির দিনগুলি:-
৩রা ডিসেম্বর শনিবার – সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব উপলক্ষে পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে।
৪ঠা ডিসেম্বর রবিবার – সাপ্তাহিক ছুটির কারনে এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকে।
৫ই ডিসেম্বর সোমবার – গুজরাটে বিধানসভা নির্বাচন। এই কারনে যে সকল এলাকায় নির্বাচন হতে চলেছে ওই সব জায়গাই বাঙ্কের শাখা গুলি ছুটি থাকবে।
১০ই ডিসেম্বর মাসের দ্বিতীয় শনিবার – সেই কারনে সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১১ই ডিসেম্বর রবিবার – সাপ্তাহিক ছুটির কারনে এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকে।
১২ই ডিসেম্বর সোমবার – পা-টোগান নেংমিঞ্জা সাংমার কারণে শিলং এবং মেঘালয় ব্যাংক ছুটি থাকবে।
১৮ই ডিসেম্বর রবিবার – সাপ্তাহিক ছুটির কারনে এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকে।
১৯শে ডিসেম্বর সোমবার – গোয়া মুক্তি দিবস। সেই কারণে গোয়াতে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪শে ডিসেম্বর শনিবার – এই দিনটি বড়দিনের উৎসব উপলক্ষে ছুটি থাকে। একই সঙ্গে এই দিনটি মাসের চতুর্থ শনিবার বলে ছুটি থাকবে।
২৫শে ডিসেম্বর রবিবার – সাপ্তাহিক ছুটির কারনে এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকে।
২৬শে ডিসেম্বর সোমবার – আইজল, গ্যাংটক, শিলং-এ ক্রিসমাস উদযাপন, লোসুং, নামসুং-এর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২৯শে ডিসেম্বর বৃহস্পাতিবার – গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে চণ্ডীগড়ের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৩০শে ডিসেম্বর শুক্রবার – ইউ কিয়াং নাংবাহ-এর কারণে মেঘালয়ে সব ব্যাংকগুলি ছুটি থাকবে।
৩১শে ডিসেম্বর শনিবার – নতুন বছর আগমনকে কেন্দ্র করে এই দিন আইজলের সব ব্যাংকগুলি বন্ধ থাকবে।