রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, RTGS, NEFT
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আবারও প্রযুক্তিগত ভাবে আপগ্রেডেশানের জন্য কিছু সময়ের জন্য বব্ধ রাখা হবে আরটিজিএস বা RTGS বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট পরিষেবা। এই পরিষেবার মূল কাজ হল অনলাইনে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা ট্রান্সফার করা।

আরটিজিএস বা RTGS বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট অনুযায়ী কমপক্ষে ২ লাখ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ট্রান্সফার করা যায়, এছাড়াও আরটিজিএস বা RTGS বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এর মাধ্যমে ২৪ ঘণ্টা ফান্ড ট্রান্সফারের সুযোগও পাওয়া যায়। এই মর্মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই জানায় যে, আগামী শনিবার অর্থাৎ ১৮ ই এপ্রিল মধ্যরাত থেকে অর্থাৎ রাত ১২ টা থেকে পরের দিন অর্থাৎ ১৯ শে এপ্রিল রবিবার দুপুর ২ টো পর্যন্ত বন্ধ থাকবে আরটিজিএস বা RTGS বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট পরিষেবা।

এছাড়াও এই ক্ষেত্রে আরটিজিএস বা RTGS বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট পরিষেবা বন্ধ থাকলেও নিফট বা NEFT পরিষেবার মাধ্যমে করা যাবে অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফার। এই নির্দেশ দেয় আরবিআই। এছাড়াও আরবিআই এর তরফে জানানো হয় যে, আগামী দিনে যাতে সমস্ত মোবাইল বা নন-ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম থেকে এই ট্রান্সফারের সুবিধে পাওয়া যায় সেই জন্যই এই পরিষেবা আপগ্রেড করা হচ্ছে বলে আরবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ১৪ ই ডিসেম্বর থেকে সমস্ত গ্রাহকদের সুবিধের জন্যই ২৪ ঘণ্টা চালু হয়েছিল এই আরটিজিএস বা RTGS বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট পরিষেবা।