পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আগামী এপ্রিল মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংক। দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম উৎসব পালন করা হয় নিজও নিজও রাজ্যে এবং প্রত্যেক রাজ্যের আলাদা ছুটির তালিকা সেভাবেই গঠন করা হয়। সেই তালিকা অনুযায়ী নির্ধারিত ছুটি বাদ দিয়ে বাড়তি ৯ দিন বন্ধ থাকবে বিভিন্ন রাজ্যে ব্যাংকের পরিষেবা।
প্রত্যেক মাসে যেমন চারটি রবিবার ছুটি থাকে সমস্ত ব্যাংকের তেমন দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও ব্যাংকে ছুটি থাকে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে প্রত্যেক বছরে বিশেষ ছুটির দিনগুলি আগে থেকেই উল্লেখ করে দেয়।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুযায়ী এপ্রিল মাসে বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসবে ও তার সাথে নির্ধারিত ছুটির দিনগুলি যোগ করে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংকের পরিষেবা। আসুন জেনে নেওয়া যাক ব্যাংক বন্ধ থাকছে কোন কোন দিন ?
আমরা সবাই জানি অর্থনৈতিক বর্ষ প্রত্যেক বছর শেষ হয় মার্চ মাসের শেষে সুতরাং পয়লা এপ্রিল সারাবছরের একাউন্ট বন্ধ করার কাজ চলবে তাই বন্ধ থাকবে পরিষেবা। ঠিক তারপরের দ্বিতীয় এপ্রিলে গুড ফ্রাইডে সুতরাং সারাদেশে বন্ধ থাকবে ম্যানুয়াল ব্যাঙ্কিং পরিষেবা।
৫ ই এপ্রিল বাবু জগজীবন রাম এর জন্মদিন সুতরাং কিছু রাজ্যে বন্ধ থাকবে পরিষেবা। ষষ্ঠ এপ্রিলে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। ১৩ ই এপ্রিল তেলুগু নববর্ষ, ১৪ ই এপ্রিল তামিল নববর্ষ দিবস ও বাবাসাহেব আম্বেদকর এর জয়ন্তি, ১৫ ই এপ্রিল বাংলা নববর্ষ, ১৬ ই এপ্রিল আসামে বোহাগ বিহু, ২১ শে এপ্রিল রাম নবমীর জন্য বন্ধ থাকবে ব্যাংক।
এছাড়াও নির্ধারিত ছুটি থাকছে আরো ছয় দিন যেমন ৪ ঠা এপ্রিল রবিবার, ১০ ই এপ্রিল দ্বিতীয় শনিবার, ১১ ই এপ্রিল রবিবার, ১৮ ই এপ্রিল রবিবার, ২৪ শে এপ্রিল শনিবার এবং ২৫ শে এপ্রিল রবিবার। এই ছয় দিন প্রত্যেক মাসের নির্ধারিত ছুটি হিসেবে বন্ধ থাকবে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংক।