bappi lahiri dies, বাপ্পি লাহিড়ী
Bappi Lahiri Dies: সুরের জগতে ফের ইন্দ্রপতন ! প্রয়াত হলেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতের সংগীত জগতে একের পর এক নক্ষত্রপতন হয়েই চলেছে। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এর পরে এবার প্রয়াত হলেন বিখ্যাত সুরকার ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

আজ সকালে মুম্বাইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে সূত্র থেকে জানা যাচ্ছে যে, মঙ্গলবার মধ্যরাতের কিছুক্ষণ পরেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন।

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, “বাপ্পি লাহিড়ীর পরিবার যখন তাকে হাসপাতালে নিয়ে পৌঁছায়, তখন তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল। তাঁর রক্তচাপ খুবই কম ছিল এবং আমরা তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। কিন্তু আমরা ব্যর্থ হই।”

এর আগে গত বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাপ্পি লাহিড়ী। করোনামুক্ত হলেও নানান ধরনের শারীরিক সমস্যা দেখা যায় এবং তারপর থেকে বিভিন্ন সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

১৯৫২ সালের ২৭ শে নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেন বাপ্পি লাহিড়ী। তাঁর বাবা-মা অপরেশ লাহিড়ী এবং বাসুরি লাহিড়ী সঙ্গীত জগতের সাথে জড়িত ছিলেন। তাই ছোটবেলা থেকেই বাড়িতে শাস্ত্রীয় সংগীত এর পরিবেশ নিয়ে বড় হয়েছিলেন তিনি।

১৯৭০ এর দশকে বলিউডে পা রাখেন বাপ্পি দা এবং তাঁর প্রথম ছবি ‘জখমি’ এর গান হিট হওয়ার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হইনি তাঁকে। সেই শুরু, তারপর থেকে ৫০ বছর কেটে গিয়েছে বলিউডে। ডিস্কো ড্যান্সার থেকে শুরু করে জিমি জিমি, তার সংগীত পরিচালনায় এমন বহু গান আনন্দ দিয়েছে গোটা দেশের মানুষকে।

তবে গত কয়েকদিন ধরে ভারতের সংগীত জগতে একের পর এক নক্ষত্রপতন হয়েই চলেছে। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এর পর এবার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকাহত গোটা দেশ।