অনুব্রত মণ্ডল, anubrata mondal, cbi, Cow smuggling
অনুব্রত মামলায় বিচারপতিকে হুমকি, ঘটনায় গ্রেফতার বর্ধমানের আইনজীবী

পশ্চিমবঙ্গ ডেস্কঃ অনুব্রত মণ্ডলের জামিনের ঘটনাটিকে কেন্দ্র করেই ফের চাঞ্চল্যকর মোড়। আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতের বিচারপতিকে হুমকির ঘটনায় গ্রেপ্তার হলেন বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়। গতকাল অর্থাৎ সোমবার রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বর্ধমানের বড় নীলপুর মোড়ে উপস্থিত হয় এবং সেখানে বর্ধমান থানার পুলিশের সহযোগিতায় আইনজীবী সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালানোর এর পাশাপাশি তাকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

গত ২০শে আগস্ট গরু পাচার কাণ্ডে জড়িত অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে সিবিআই। তাকে সর্বপ্রথম সিবিআই বিশেষ আদালতে পেশ করে। ওই আদালতের বিচারক ছিলেন বিচারপতি রাজেশ চক্রবর্তী। গরু পাচার মামলায় বিচারক রাজেশ চক্রবর্তী একটি হুমকির চিঠি পান বলে অভিযোগ দায়ের করেন।

জানা গিয়েছে, ওই চিঠিতে বিচারক রাজেশ চক্রবর্তীকে বলা হয়েছে, যদি অনুব্রত মণ্ডল কে জামিন না দেওয়া হয়, তাহলে তার পরিবারের সকল সদস্যদের কেই মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতের বিচারপতি যে চিঠিটি পেয়েছিলেন, ওই চিঠিতে চিঠি প্রেরক হিসাবে বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের হেড ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায় এর নাম উল্লেখ ছিল। যদিও এই ঘটনা সামনে আসতেই বাপ্পা চট্টোপাধ্যায় জানিয়েছেন এই ঘটনায় তার কোন হাত নেই এবং তিনি কিছুই জানেন না।

বিচারপতিকে হুমকির চিঠির ঘটনাটি রীতিমতো হাইকোর্টের দরজায় গিয়ে পৌঁছেছে। আইনজীবীদের একাংশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে গরু পাচার মামলার হুমকির চিঠির কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে অনুব্রত মণ্ডল নিজেই প্রধান বিচারপতির হুমকির চিঠির ঘটনাকে নিয়ে সিবিআই তদন্তের অনুরোধ জানিয়েছেন।

এই হুমকির চিঠির বিষয়ে তদন্তে নেমে প্রথমে পূর্ব বর্ধমানের রসুলপুর থেকে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক করে পুলিশ। এরপর আইনজীবী সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেয় পুলিশ এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের হেড ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়কে ফাঁসানোর জন্যই সুদীপ্ত রায়, বাপ্পা চট্টোপাধ্যায়ের সই জাল এবং আদালতের স্ট্যাম্প জাল করে ওই চিঠিটি প্রধান বিচারপতিকে পাঠায়। অনুব্রত মণ্ডলের জামিনের পাশাপাশি বাপ্পা চট্টোপাধ্যায়কে ফাসানোর ফন্দি আটেন সুদীপ্ত রায়। বাপ্পা চট্টোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আইনজীবী সুদীপ্ত রায়কে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।