Amala Paul, actress, south india, অমলা পল, অভিনেত্রী, দক্ষিণ ভারত
ধর্মীয় বৈষম্যের কারণে মন্দিরে প্রবেশে বাধা! দূর থেকেই দেবীকে অনুভব, বক্তব্য অভিনেত্রী অমলা পলের

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভারতে এমন কিছু মন্দির রয়েছে যেখানে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে পারবে না। আর সেরকমই এক ঘটনা ঘটলো তামিল অভিনেত্রী অমলা পল-এর সাথে। অভিনেত্রী ভিন্ন ধর্মের হওয়ার কারণে তাঁকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়।

ভারতের চলচ্চিত্র জগতের পরিচিত মুখ হল অমলা পল। যিনি তামিল, তেলেগু, মালয়ালাম প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন। এছাড়া খুব শীঘ্রই ‘ক্রিস্টোফার’, ‘আদুজীবীথাম’ প্রভৃতি ছবিতে দেখা যাবে তাকে। সম্প্রতি এই অভিনেত্রী ধর্মের ভেদাভেদ ভুলে একটি মন্দিরে পূজা দিতে যান। আর সেই সময়ই তাঁকে বাধা দেওয়া হয় সেই মন্দিরে ঢুকতে। সেই দুঃখ ও ধর্মের বৈষম্যের কথা মনে করে রাগে তিনি অভিযোগ করেন মন্দিরের ভিজিটিং বুকে।

গত সোমবার অভিনেত্রী অমলা পল এর্নাকুলমের থিরুভৈরানিকুলম মহাদেব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। আর সেখানেই তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। অভিনেত্রী হিসেবে তিনি বিশেষ ব্যক্তি হলেও তাঁকে এই মন্দিরের দরজা থেকে ভেতরে ঢুকতে বাঁধা দেওয়া হয়।

হিন্দুদের অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও শুধু হিন্দুরাই পুজো দিতে পারেন। তাই সেই হিসেবে বিশেষ ব্যক্তি হওয়া সত্ত্বেও অমলা পলকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই বিষয়ে তিনি কোনো সংস্থার কাছে মুখ খোলেননি। কিন্তু তিনি সেই মন্দিরের ভিজিটিং বুকে লিখেছেন অভিযোগ।

তিনি সেই ভিজিটিং বুকে অভিযোগ জানান যে, হতাশ হলেন এটা দেখে যে, ২০২৩ সালেও বৈষম্যের শিকার হতে হচ্ছে। দেবীমূর্তির দর্শন না হলেও দূর থেকে দাঁড়য়েই ওনার শক্তি অনুভব করতে পেরেছেন। আশা করি, শীঘ্রই এই বৈষম্য বন্ধ হবে। একটা সময় আসবে যখন ধর্মীয় স্থানে সকলকেই সমান সম্মান দেওয়া হবে।

তবে এই বিষয়টি মন্দিরের কর্মকর্তা স্বীকার করেননি।