পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পৌষ মাসের শেষে এসে গোটা বাংলায় ঝড়ো ব্যাটিং শীতের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও তা রয়েছে স্বাভাবিকের নিচে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে ফের আবারো আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখা যাক কেমন থাকবে আজকের (৯ই জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৩.১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৩.২ ডিগ্রি সেলসিয়াস
জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণঃ ৭২ শতাংশ
জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণঃ ৬৮ শতাংশ
বৃষ্টিপাতঃ সম্ভাবনা একদমই নেই
হওয়ার গতিবেগঃ ২.৪ কিমি/ ঘন্টা
সূর্যোদয়ঃ সকাল ৬টা ১৮মি
সূর্যাস্তঃ সন্ধ্যা ৫টা ০৯মি
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মোটের উপর উত্তরবঙ্গের আবহাওয়া আগামী কয়েক দিন শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কুয়াশার পূর্বাভাস থাকলেও তা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছবে না। দিনের তাপমাত্রা মোটের উপর ২২ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কালিম্পং ও দার্জিলিং জেলার কোথাও কোথাও তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শীতের সাথে সাথে দিনের বেলায় শিরশিরানি হাওয়া চলবে। যার ফলে শীত আরও বেশি করে অনুভূত হবে। তবে গোটা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালের দিকে বেশ কুয়াশা দেখা গেলেও বেলা বাড়তেই ঝলমলে রোদ উঠবে। কলকাতার আশেপাশের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকলেও অন্যান্য জেলার তাপমাত্রা রাতের দিকে ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৫ ডিগ্রি থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়া সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোন পরিবর্তন ঘটবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে আগামী তিন-চার দিন পর থেকেই তাপমাত্রা বাড়তে পারে। এমনকি পৌষ সংক্রান্তিতে এসে উধাও হতে পারে শীতের ঝাপটা। এই মুহূর্তে গোটা বাংলা জুড়েই কুয়াশার দাপট থাকলেও আস্তে আস্তে তা কমা শুরু করবে। সেই সাথে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।