পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এ বছর ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপের আসর বসেছে মধ্যপ্রাচ্যের কাতারে। তবে ভারতীয় ফুটবল দল কাতারের বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু ভারতবাসীর এই হতাশায় সামান্য আশার আলো হয়ে দেখা দিয়েছেন বলিউড কুইন নোরা ফতেহি। এ বছরের ফিফার বিশ্বকাপের থিম সং-এ অংশ নিয়েছেন তিনি। এছাড়াও তিনি ফিফার ফানফেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন। নোরা এদিন শুধু দোহার আল-বিদ্দা পার্কে পারফর্মই করলেন না, সেই সাথে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন।
নোরা ফতেহি জন্মসূত্রের মরক্কোর মেয়ে। তার দেশ মরক্কো এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং পরবর্তী রাউন্ডের ছাড়পত্র পেয়ে গিয়েছে। কিন্তু নোরা ভারতের পতাকা হাতে নিয়ে জয় হিন্দ ধ্বনি দিয়ে মাতালেন গোটা আল-বিদ্দা পার্ক। উপস্থিত উপচে পরা জনতার ভিড়ের সামনে ক্রিম রঙের একটি বডি হ্যাগিং সুট, সঙ্গে রূপলী রঙের ঝলমলে পোশাকে পারফর্ম করলেন ‘লাইট দ্য স্কাই’-এর সাথে।
বর্তমানে জন আব্রাহামের আগামী ছবি ‘১০০ পার্সেন্ট’-এ কাজ করছেন নোরা। সব মিলিয়ে এই মুহূর্তে চরম ব্যস্ত বলিউডের এই ‘সেক্স বম্ব’। নোরা ফতেহি শেষ বার কাজ করেছেন ‘থ্যাঙ্ক গড’ ছবিতে। সিদ্ধার্থ এবং নোরার ‘মানিকে মাগে হিতে’ গানটিও সুপার ভাইরাল হয়েছে।
View this post on Instagram
এই দিন কাতারে হাজার ওয়াটের আলোর সামনে মোহময়ী নোরা ফতেহি জাতীয় পতাকা হাতে নিয়ে চিৎকার করে বলে উঠলেন, জয় হিন্দ… সকলে বলুন জয় হিন্দ…ভারত ফিফা ওয়ার্ল্ড কাপের অংশ নয়, তো কী? আমরা আছি আবেগে মিশে। গান এবং নাচের ছন্দে মিশে রয়েছে ভারত।
সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে কাতার স্টেডিয়ামের একটি ভিডিও শেয়ার করেছেন। নিজের গাওয়া ‘লাইট দ্য স্কাই’ অ্যান্থেমটি শুনে চোখের কোনে চিকচিক করে ওঠে অশ্রুকণা। আবেগ জড়ানো গলায় নরাকে বলতে শোনা যায়, আমার কন্ঠস্বর শুনতে পাচ্ছো?
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এটা সেই মুহুর্ত যখন আপনি বিশ্বকাপের স্টেডিয়ামে আপনার কণ্ঠস্বর শুনতে পাবেন। এরই মত একটি মাইলফলক জীবনের যাত্রার মূল্য বৃদ্ধি করে। এই একটি মুহূর্ত আমি সবসময় কল্পনা করেছি এবং স্বপ্ন আজ সত্যি হলো। নিজের প্রতি বিশ্বাস রাখুন, কখনো কাউকে বলতে দেবেন না যে তুমি পারো না।