পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের অসুস্থ অনুব্রত মণ্ডল। আজ গরু পাচার কান্ডে সিবিআই এর কাছে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল তার। তবে তার গাড়ি সকালে চিনার পার্কে তার ফ্ল্যাট থেকে বেরোলেও, তা নিজাম প্যালেসে না গিয়ে সোজা ঢুকলো এসএসকেএম-এ। তাহলে এবারও কি সিবিআই কে এড়ালেন অনুব্রত মণ্ডল ?
উল্লেখ্য, এর আগেও সিবিআই এর কাছে হাজিরা দেওয়ার দিনে অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের বরিষ্ঠ নেতা অনুব্রত মণ্ডল। এবারও ঠিক এমনই হল। আজ সকাল এগারোটা নাগাদ অনুব্রত বাবুর কনভয় নিজাম প্যালেস এর বদলে সোজা ঢুকলো এসএসকেএম হাসপাতালে। ওই হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে গতকাল থেকেই প্রস্তুত ছিল তার জন্য কেবিন। জানা গিয়েছে তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল ভুগছেন হাইপার টেনশন, সিভিআর সিওপিডি এবং ডায়াবেটিস রোগে। হাসপাতালে ২১১ নম্বর কেবিন তাকে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ডাক্তারদের একটি টিম এসে তাকে পরীক্ষা করার পর জানানো হবে যে তাকে আজ ভর্তি করা হবে, না তাকে আজ ছেড়ে দেওয়া হবে।
এর আগে তিনবার সিবিআইকে এড়ালেও গতকাল অনুব্রত বাবু বোলপুর থেকে কলকাতায় রাতেই চলে এসেছিলেন। তাই সবাই ভাবছিলেন এবার হয়তো তিনি সল্টলেকে নিজাম প্যালেসে সিবিআই এর সামনে হাজিরা দিতে চলেছেন। তবে তা আর হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। এবারও হয়তো অসুস্থতার কারণে তিনি সিবিআইকে এড়িয়ে যাবেন।
প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে এনামুল হকের জবানবন্দির উপর ভিত্তি করে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের অফিসাররা। এনামুল হক এবং অনুব্রত মণ্ডল এর মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা সেই বিষয়ে উত্তর চাওয়া হবে অনুব্রত মন্ডলের কাছে। তবে এবারও কি এই প্রশ্নের উত্তর পাবেন সিবিআইের অফিসাররা ? কারণ অনুব্রত বাবু নিজাম প্যালেস এর বদলে এখন এসএসকেএম হাসপাতালে !