today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
বিদায়ের পূর্বে ফের ঠাণ্ডার খেলা বঙ্গে! আজ থেকে পরবে শীত, কিন্তু কতদিন থাকবে? দেখুন কি বলছে আবহাওয়াঅফিস

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ অস্বাভাবিক তাপমাত্রার বৃদ্ধির পর শেষমেশ ফের দেখা ঠাণ্ডার। আবহাওয়া দপ্তরের মতে, আজ থেকে আবারো শীতের আভাস মিলবে গোটা বঙ্গে। আগামী কালও তাপমাত্রার গ্রাফ নিম্নমুখী থাকবে। তবে শীত রয়েছে প্রায় বিদায়ের পথে। দেখে নিন কেমন থাকবে আজকের (১৩ই ফেব্রুয়ারি ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩১.২ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.০ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৭০ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৩৭ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১০মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৩২ মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। দার্জিলিং জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাদ বাকি উত্তরবঙ্গ মোটের উপর শুষ্কই থাকবে। আগামী ২ দিনে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি নিম্নগামী হবে। তারপর থেকে আস্তে আস্তে আবারও তাপমাত্রা বাড়তে থাকবে। এই মুহুর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সকালের দিকে দুই ২৪ পরগণা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ব্যাপক কুয়াশা পড়ার সম্ভবনা রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। যার ফলে গণ-পরিবহন ব্যাহত হবে বলে হবে। তবে আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে। যার ফলে সকাল এবং সন্ধের দিকে শীতের আমেজ বজায় থাকবে। শহর থেকে দূরে এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আগামীকালের আবহাওয়া
শীত বাংলা থেকে প্রায় বিদায়ের পথে। আজ এবং আগামীকাল তাপমাত্রা নামার পর ফের তা হবে ঊর্ধমুখী। আপাতত ৩ থেকে ৪ দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশার আধিক্য লক্ষ্য করা যাবে।