পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের আগেই বিতর্ক তুঙ্গে। এই প্রথমবার নয় এর আগেও বহুবার এমন কুরুচিকর ভাষা সোনা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর মুখ থেকে। তবে এবার ভোটের মুখেই লাগামছাড়া মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ।
একুশের বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তার ফলেই একের পর এক মৌখিক আক্রমণ হচ্ছে তৃণমূল নেত্রীর ওপর। তবে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ইতিমধ্যেই টুইটারে দিলীপ ঘোষের বক্তব্য ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেস এবং তারই সাথে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওটিতে দিলীপ ঘোষ বলেছেন, ‘প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে। শাড়ি পরে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পরতে দেখিনি। যদি পা টা বার করে রাখতে পারেন। তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর।’
এই ভিডিও কে কেন্দ্র করে তৃণমূল সাংসদ মহুয়া মিত্র একটি টুইট করেছেন। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী একজন মহিলা। আর মুখ্যমন্ত্রী সম্বন্ধে এরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে বিজেপির নেতারা মহিলাদের সম্মান করতে জানেনা। বাংলার মা-বোনেরা এই অপমানের যোগ্য জবাব দেবে ২ রা মে।
@BJP WB Pres asks in public meeting why Mamatadi is wearing a saree, she should be wearing “Bermuda” shorts to display her leg better
And these perverted depraved monkeys think they are going to win Bengal?
— Mahua Moitra (@MahuaMoitra) March 24, 2021
দিলীপ ঘোষের এই ভিডিওতে চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর পোশাক-আশাক নিয়ে বিতর্কিত মন্তব্যে জড়ালেন তিনি। এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, দিলীপ ঘোষ যে শব্দটা ব্যবহার করেছে তা চূড়ান্ত কুরুচিকর। দিলীপ ঘোষের এমন মন্তব্য করা উচিত হয়নি। এই মন্তব্য দিলীপ ঘোষের প্রত্যাহার করা উচিত এবং দুঃখ প্রকাশ করা উচিত।