voter list, Election Commission of India, ভোটার তালিকা, ভোটার লিস্ট
১৮ হওয়ার আগেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন, সিদ্ধান্ত কেন্দ্র সরকারের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– এবার ১৮ বছর বয়স হওয়ার আগেই ভোটারদের তালিকায় নাম নথিভুক্ত করাতে পারবে ভারতের জনগণ। জাতীয় সংবিধান অনুসারে, আঠারো বছর বয়স হলেই ভোটার কার্ডে নাম নথিভুক্ত করতে সক্ষম নাগরিকরা। কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রকের পক্ষ থেকে একটি নথি প্রকাশিত হয়। তাতে জানানো হয়, আগামী বছরের এপ্রিল মাস থেকেই ভারতের নাগরিকদের বয়স ১৭ হলেই তারা ভোটার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে।

অর্থাৎ ২০২৩ সালে যেসব জনগণ এপ্রিল, জুলাই কিংবা অক্টোবর মাসে ১৭ বছর পূর্ণ করবে তারা ভোটার আইকার্ড-এর জন্য আবেদন করতে পারবে। বর্তমানে নতুন ভোটার তালিকায় নথিভূক্ত হয়েছে ১৭,৩৬,১৮১ জন নাগরিকের।

voter list, Election Commission of India, ভোটার তালিকা, ভোটার লিস্ট
১৮ হওয়ার আগেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন, সিদ্ধান্ত কেন্দ্র সরকারের | ছবি – সংগৃহীত

জাতীয় নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পান্ডে এবং মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মতে, তালিকা সংশোধনের কাজ খুব শীঘ্রই শুরু হবে। নাম নথিভুক্ত হওয়ার পর নাগরিকরা ছবিসহ পরিচয়পত্র হাতে পাবে।
নির্বাচন কমিশনের যেসমস্ত এলাকায় মানুষজন ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করা থেকে বিরত থাকেন, তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র।

এর আগে নিয়ম ছিল যে ১৮ বছর বয়স হলে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারত নতুন আবেদনকারীরা, কিন্তু তা নতুন নিয়মে হবে না। অর্থাৎ ১৭ বছর বয়স হলে ভোটার লিস্টের নাম তুলতে পারবেন নতুন ভোটাররা।

ইতিমধ্যেই জানা গিয়েছে, সংবিধানের জনপ্রতিনিধিত্ব আইন এবং নির্বাচনী আইন সংশোধনীর কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই আবেদনপত্র বিষয়ক সমস্ত ধরনের তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।