পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম হল বিবিসি ওয়ার্ল্ড। আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি বন্ধ করে দেওয়া হল চিনে। শুক্রবার এই পদক্ষেপ নিল চিনা সরকার।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি ওয়ার্ল্ড এর সম্প্রচার পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়া হল চিনে। জানা গিয়েছে, চিনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার নিয়ে একাধিক মিথ্যা খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি। এছাড়াও করোনা ভাইরাস মহামারী নিয়ে একাধিক মিথ্যা সংবাদ সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড। বেজিংয়ের অভিযোগ, ওই ব্রিটিশ সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেশের সম্মানহানি ঘটছে।
এই কারণেই বেজিং আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি ওয়ার্ল্ড এর সম্প্রচার পুরোপুরি ভাবে বন্ধ করে দিলো চিনে। চিন সূত্রে জানা গেছে, শুধু বিবিসি ওয়ার্ল্ড এর সম্প্রচার বন্ধ করা হয়নি। তারই সঙ্গে আগামী এক বছরের জন্য বাতিল করে দেওয়া হলো ওই সংস্থার লাইসেন্স।
চিন সরকার জানিয়েছে, ‘বর্তমানে বিশ্বের ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি ওয়াল্ড এর কোন গ্রহণযোগ্যতা নেই। বিবিসি ওয়ার্ল্ড নিউজ চীন সম্পর্কে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তার সত্য ও ন্যায় সঙ্গত হওয়া উচিত। তবে সব নিয়মের গুরুতর লংঘন করেছে বিবিসি ওয়ার্ল্ড। দেশের একতা ও জাতীয় স্বার্থে আঘাত হেনেছে বিবিসি।’
দিন পনেরো আগে সিজিটিএন এর সম্প্রচার লাইসেন্স এর বাতিল করে দেওয়া হয়েছিল আমেরিকায়। এই ঘটনার এক সপ্তাহ পর বিবিসি ওয়ার্ল্ড সংবাদ সংস্থাকে বন্ধ করে দিল বেজিং। এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক বার টুইট করে জানিয়েছেন, “চিনের পদক্ষেপ বিবিসি ওয়ার্ল্ড এর স্বাধীনতা খর্ব করেছে। চিন বিশ্বজুড়ে সংবাদমাধ্যম ও ইন্টারনেটের ব্যবহার বাড়াবাড়ি রকমের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তাদের সাম্প্রতিকতম এই পদক্ষেপ বিশ্বের সামনে চিনের ভাবমূর্তি নষ্ট করবে”।