কৌশিক ঘোষ, অনুষ্টুপ মজুমদার, রঞ্জি ট্রফি, Bengal vs Up, Bengal vs Uttarpradesh, Koushik Ghosh, Anustup Majumder
কৌশিক ও অনুষ্টুপের ব্যাটে ভর করে উত্তরপ্রদেশের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা | ছবি - সংগৃহীত

ইডেন গার্ডেন্স, কলকাতাঃ- কলকাতার ইডেন গার্ডেন্সে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচ তৃতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ জিততে প্রয়োজন আর ১০১ রানের। কৌশিক ঘোষ অনুষ্টুপ মজুমদারের ৯৫ রানের পার্টনারশিপে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে বাংলা দল।

রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশ বনাম বাংলার ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২৭ রানে শেষ হয়ে যায় উত্তরপ্রদেশের ইনিংস। চতুর্থ ইনিংসে ২৫৭ রানের লক্ষ্য স্থির করে বাংলার জন্য। উত্তরপ্রদেশের হয় সর্বাধিক রান করেন রিঙ্কু সিং। ৮৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন কেকেআর তারকা। অন্যদিকে ব্যাট হাতে ৫৩ রান করেন আকসদীপ নাথ। বাংলার হয়ে বল হাতে ৩ উইকেট নিলেন আকাশদীপ এবং দু’টি করে উইকেট পেয়েছেন ঈশান পোড়েল, প্রীতম চক্রবর্তী এবং সায়ন মণ্ডল।

দ্বিতীয় ইনিংসে সেই রান তাড়া করতে নেমে ১৮ রানের মাথায় প্রথম উইকেটে হারায় বাংলা। ১০ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যেতে হয় অভিশেক দাসকে। ৬১ রানে দ্বিতীয় উইকেটি পড়ে যাওয়ার পর তৃতীয় উইকেটে ৯৫ রানের অনবদ্য পার্টনারশিপ গড়েন কৌশিক ঘোষ ও অনুষ্টুপ মজুমদার। তৃতীয় দিনের শেষে বাংলার রান দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ১৫৭ রান।

ম্যাচটি জিতে নেওয়ার জন্য বাংলার প্রয়োজন আর ১০১ রানের। ১২১ বল খেলে ৬৯ রানে অপরাজিত রয়েছেন কৌশিক ঘোষ এবং ক্রিজের অন্যদিকে ৮৮ বলে ৪৪ রানে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ মজুমদার। তৃতীয় দিনের শেষে এখন চালকের আসনে বসে রয়েছে বাংলা । উত্তরপ্রদেশের হয়ে চতুর্থ ইনিংসে ২টি উইকেট নিয়েছেন শিভম মাভি।