weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করেছে। যার জেরে গত মঙ্গলবার রাত থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও দুই এক দিন চলবে এই বৃষ্টি। তবে আজ প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ বেশ কিছু অঞ্চল।

গত মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতেই। তবে গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে কিছুটা বৃষ্টি কম হলেও, মধ্যরাত থেকে ফের বৃষ্টির পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঘন মেঘের চাদরে ঢেকে রয়েছে গোটা আকাশ এবং তারই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়ে চলেছে বাংলায়।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ছবি – সংগৃহীত

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাংলাদেশ সীমান্তের উপর একটি নিম্নচাপ অবস্থান করেছে, যা ধীরে ধীরে বিহারের দিকে এগিয়ে যাচ্ছে। তবে উত্তর ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা অবস্থিত। যার কারণে এই নিম্নচাপ এর ফলে দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলাগুলিতেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আজকের আবহাওয়া (Weather):
আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াস কমেছে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায়, আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভব করবে বঙ্গবাসী।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ছবি – সংগৃহীত

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ সারাদিন এমন বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। যার কারণে আগামীকাল শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের-কে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।