weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়াঃ শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে, আগামী ৫ দিন ভারী বৃষ্টিতে ভিজবে বঙ্গ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বাড়ছে তাপমাত্রার পারদ। ধীরে ধীরে কমছে ঠান্ডা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার বদল ঘটতে চলেছে। আজ থেকে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী বুধবার থেকে বাড়বে বৃষ্টি।

আজ সোমবার, সকাল হতেই হালকা শীতের আমেজ পেয়েছে বঙ্গবাসী। গতকালের তুলনায় আজ কিছুটা বেড়েছে তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গে প্রবেশ করতে পারছে না উত্তরে হাওয়া। যার ফলে বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই বদলাবে বঙ্গের আবহাওয়া।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার পাশাপাশি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণবঙ্গের, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে হালকা-পাতলা বৃষ্টির দেখা মিললেও বুধবার থেকে ভারী বৃষ্টির দেখা মিলবে এবং তা চলবে আগামী ১৪ তারিখ নাগাদ।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়াঃ শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে, আগামী ৫ দিন ভারী বৃষ্টিতে ভিজবে বঙ্গ | ছবি – সংগৃহীত

আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া দপ্তর তরফ থেকে জারি করা সার্কুলারে জানানো হয়েছে যে আগামী ১১ ই জানুয়ারি এর আগে চাষিরা মাঠে থাকা শেষ ফসল কেটে নিন। চাষের জমি থেকে অতিরিক্ত জল বের করে দিন। কীটনাশক ও সার প্রয়োগ করবেন না কারণ তা বৃষ্টির জলে ধুয়ে যেতে পারে।