পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আজ পদত্যাগ করলেন। একুশের বিধানসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। তৃণমূল নেত্রী মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এককালীন তারই দলের নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হতে পারেননি। তিনি হেরে গিয়েও মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। নিয়ম মত, আগামী ৬ মাসের মধ্যে বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে হবে তাকে অথবা আগামী ৬ মাসের মধ্যে যেকোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচিত হয়ে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে কোন আসন থেকে লড়বেন তা নিয়ে জল্পনা বহুদূর গড়িয়েছিল। তবে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ায় জল্পনা কিছুটা হলেও কমেছে। মনে করা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেই উপ নির্বাচনে লড়বেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করায় ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি সেখানে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে বিপুল ভোটে হারিয়ে বিধায়ক হয়েছেন। এমনকি শোভন দেব চট্টোপাধ্যায় একুশের মন্ত্রিসভায় মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি কৃষিমন্ত্রী।

আজ বিধানসভার অধ্যক্ষের কাছে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় তার পদত্যাগপত্র জমা দেন। বর্তমান কৃষি মন্ত্রীর সঙ্গে বিধানসভায় দেখা গিয়েছিল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেও, মন্ত্রীপদ থেকে ইস্তফা দেবেন কিনা সে বিষয়ে।
জানিয়ে রাখি, ২০১১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএমকে হারিয়ে রাজ্যের শাসনভার গ্রহণ করেছিলেন। তখন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ১৯ হাজার ৯৩৪ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূল নেত্রী।

এছাড়াও ২০১৬ সালে, বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস জোট হয়ে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপা দাশমুন্সি। তবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দীপা দাশমুন্সি কে ২৫ হাজার ৩০১ ভোটে হারিয়ে, বাপক ব্যাবধানে জয়লাভ করেছিলেন মমতা। যার ফলে কিছুটা হলেও এবার স্পষ্ট হয়ে গিয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকেই উপ নির্বাচনে লড়বেন।