ASAS, bhagwat geeta, south india, অ্যাকাডেমিক অফ শারিয়া অ্যান্ড অ্যাডভান্সড স্টাডিজ, ভগবত গীতা, দক্ষিণ ভারত
ইসলামিক ছাত্রছাত্রীদের পাঠ্যসূচিতে ভগবত গীতা! চলতি বছরের জুন মাস থেকে চালু নয়া নিয়ম

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বৈচিত্র্যময় ভারতের ঐক্যতা বজায়ের উদ্দেশ্যে নয়া চিন্তাভাবনা দক্ষিণ রাজ্য কেরলের। ASAS-এর অন্তর্গত একটি ইসলামিক ইনস্টিটিউশন তাদের পাঠ্যসূচিতে যোগ করতে চলেছে ভগবত গীতা। ইসলাম ধর্মের ছাত্র-ছাত্রীদের অন্য ধর্ম সম্পর্কে জ্ঞানের প্রসার ঘটানোর জন্য এই নতুন উদ্যোগ ASAS ইন্সটিটিউশনের।

ASAS ইনস্টিটিউশনের এক কর্মকর্তা ইসলামিক শিক্ষা সংস্থায় এই পাঠ্যসূচি যোগ করা নিয়ে বলেছেন, পূর্বের পাঠ্যসূচিতে বিস্তারিতভাবে সংস্কৃত ছিল না। ৮ বছর পাঠ্যসূচির মধ্যে ছিল। এখন এই পাঠ্যক্রম স্নাতকোত্তর স্তর অবধি নিয়ে যাওয়া হয়েছে। শঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সিএম নীলাখান্দন এবং কেরল বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহ অধ্যক্ষ ডাক্তার শামসির পিসি একত্রে এই পাঠ্যসূচি তৈরি করেছেন।

কেরলের ত্রিশূল জেলায় ইসলামিক ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার প্রসার ও ধর্ম সম্পর্কে জ্ঞাত করার জন্য প্রাচীন ও আধুনিক ভাষার সংমিশ্রনের পাঠ্যসূচিকে গড়ে তুলতে নয়া উদ্যোগ অ্যাকাডেমিক অফ শারিয়া অ্যান্ড অ্যাডভান্সড স্টাডিজ (ASAS)-এর অন্তর্গত ইসলামিক ইনস্টিটিউশনে। সপ্তম শ্রেণী থেকেই ইসলামিক ছাত্রছাত্রীরা পড়বে ভগবত গীতা। তার সাথে পড়ানো হবে দেবভাষা, উপনিষদ, অদ্বৈত দর্শন, রামায়ণ, মহাভারতও।

সাধারণত হিন্দু শিক্ষার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সংস্কৃত বইয়ের এই ভাগবত গীতার অংশ থাকে। তবে এবার সেই ভাগবত গীতা যুক্ত হল ইসলামিক শিক্ষায়। ২০২৩ সালের জুন মাস থেকেই ASAS-এর অন্তর্গত কেরলের এক ইসলামিক ইনস্টিটিউশনে পড়ানো হবে ভগবত গীতা।

এছাড়া ইসলামিক কলেজগুলিতে ইসলামিক শিক্ষার পাশাপাশি উর্দু-ইংরেজি ভাষাতেও পড়ানো হয়। তবে এবারে ভগবত গীতা পড়ানো হবে ইসলামিক কলেজগুলিতেও। কেরালার ত্রিশূল জেলার ইসলামিক ইনস্টিটিউশন এই প্রথম উদ্যোগ নিল। যার ফলে ইসলামিক ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পাশাপাশি ঐক্যতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।