Abhishek Banerjee, Soumitra Jha, Dear lottery, west bengal politics, ডিয়ার লটারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র খাঁ, পশ্চিমবঙ্গ রাজনীতি
ভাইপো কোটি টাকার তোলা পান ডিয়ার লটারি থেকে, মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ‘ডিয়ার’ লটারি নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। লটারি কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পশ্চিমবঙ্গ। এরইমধ্যে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, ডিয়ার লটারি থেকে প্রতিমাসে ১০ কোটি টাকা করে পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মতে, এই টাকা ভাইপো বন্দ্যোপাধ্যায় তোলা হিসেবে পেয়ে থাকেন।

গরু-পাচার কান্ডের তদন্তে তৃণমূল কর্মকর্তা অনুব্রত মণ্ডলের একাউন্টে মোটা টাকার লটারির পুরস্কার ঢুকেছিল বলে জানা গিয়েছিল। সিবিআই-এর তরফ থেকে জানা গিয়েছে, লটারি কেলেঙ্কারিতে অনুব্রত মণ্ডলের নামের সাথে আগে তার মেয়ে সুকন্যা মণ্ডলের নাম জড়িয়েছে। তার মেয়ের একাউন্টেও আশ্চর্যজনকভাবে পরপর দু-বার লটারির টাকা ঢুকেছে।

কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের ধারণা, এর পেছনে কোন বড় চক্রান্ত রয়েছে। ব্ল্যাকমানি হোয়াইট করার উদ্দেশ্যেই এই ধরনের জাল বোনা হয়েছে। লটারির টিকিট জিতে একাধিকবার রাশি রাশি টাকা পাওয়ার রহস্যের জট খোলার জন্য ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উদঘাটনের কাজে নেমে পড়েছে। এছাড়াও সূত্রের খবর, এক তৃণমূল বিধায়কের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। তৃণমূলের কয়েকজন নেতা এবং তাদের পরিবার-পরিজনদের জিজ্ঞাসাবাদ চালু হয়ে গিয়েছে।

এর আগেও রাজ্য বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গের বহু মানুষ নিজের দরিদ্রতা কাটানোর আশায় লটারি কাটেন। কিন্তু পুরস্কার নিয়ে বেরিয়ে যাচ্ছে নেতারা। তিনি আরো বলেন, এখানে চাকরি নেই, উন্নতি নেই। শুধু আছে মদ এবং ডিয়ার লটারি। সাধারণ মানুষ লটারি কিনবে কিন্তু পুরস্কার পাবে নেতারা।

শুভেন্দু অধিকারীর এমন কটাক্ষের জবাবে কুনাল ঘোষ বলেন, ডিয়ার লটারি নিয়ে কারো যদি কোন অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগ তারা যেন কেন্দ্র সরকারকে জানায়। কারণ লটারি কেন্দ্রীয় আইনের মাধ্যমে গঠন করা রেগুলেটরির অধীনে থাকে। যারা টাকা পাচ্ছে তাদের দেখে যদি শুভেন্দুর খারাপ লাগে, তবে সে নিজেও যেন লটারি কাটা শুরু করে।