ওয়েব ডেস্কঃ- অন্যান্য সেলিব্রিটিদের মত টুইটার এবং ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় অমিতাভ বচ্চন। দৈনন্দিন জীবন, বিভিন্ন ভিডিও, নতুন ছবির খবর, কবিতার উদ্ধৃতি বা নাতি-নাতনিদের সাথে যাপন করা সুন্দর সময় – এইসব কিছুই অনুগামীদের সাথে আনন্দের সাথে শেয়ার করে থাকেন তিনি। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্ক-এর মধ্যে জড়িয়ে ক্ষমা চান বিগ বি।
ইদানিং টুইটারে অমিতাভ বচ্চন নিজের ছবির সাথে একটি কবিতা পোস্ট করেছিলেন। আর তা নিয়েই শুরু হয় মন্তব্য। কবিতাটির লেখিকা টিশা আগারওয়াল বিগ বি-এর টুইটে বলেন, স্যার আপনার পেজে আমার কবিতার পংক্তি উঠে আসা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমার খুশি আর গৌরব দ্বিগুণ হত, যদি আপনি আমার নামটাও উল্লেখ করতেন। আপনার জবাবের আশায় রইলাম।
सर आपकी वॉल पर मेरी पंक्तियां आना मेरे लिये सौभाग्य है।
मेरी खुशी और गर्व दुगुना हो जाता अगर आपकी वॉल पर मेरा नाम होता❤️🙏
आपके जवाब की आशा में🙏 pic.twitter.com/ycKOjtWQCt— Tisha Agarwal (@TishaAgarwal14) December 24, 2020
পুরো বিষয়টি জানতে পেরে অমিতাভ বচ্চন লেখিকাকে কৃতিত্ব জানান এবং ক্ষমা চেয়ে লেখেন, টিশা দেবী আমি এখনই জানতে পারলাম, আমার টুইটে ব্যবহার করা একটি কবিতা আপনার লেখা। আমি ক্ষমা চাইছি, বিষয়টা জানতাম না। কেউ আমাকে টুইটার বা হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েছিল, ভালো লেগেছিল তাই প্রকাশ করেছি। আমি ক্ষমা চাইছি।
सर आपका बहुत बहुत आभार और ह्रदय से धन्यवाद❤️🙏
आपकी वॉल पर मेरा नाम आना मेरा गर्व, सौभाग्य, खुशी और लेखन का सर्वश्रेष्ठ पारितोषिक है! यह सिर्फ क्रेडिट नहीं आपका स्नेह और मेरा गर्व है।
एक छोटे से लेखक को आपकी कलम से अपना नाम मिल जाए तो और क्या चाहिये❤️ आजीवन याद रहने वाला अनुभव— Tisha Agarwal (@TishaAgarwal14) December 27, 2020
বিগ বি-এর এই টুইটের পর টিশা লেখেন, স্যার আপনাকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার মুখে আমার নাম আসা আমার কাছে গৌরব, সৌভাগ্য, খুশি এবং লেখনীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এটি শুধু কৃতিত্ব দেওয়া নয়, আপনার স্নেহের প্রকাশ, যা আমার কাছে গর্ব। আমার মত এক সাধারন মাপের লেখিকার নাম আপনার কলমে যেভাবে উঠে এলো, তাতে আমার আর কিছু চাওয়ার নেই। এই অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখব।