পশ্চিমবঙ্গ ওয়েব ডেস্কঃ- করোনার মধ্যে ফের দেশে ফিরল বার্ড ফ্লু আতঙ্ক। পাঞ্জাবের একটি পোল্ট্রি ফার্মে পরীক্ষা করে নতুন করে দেশে আবার মিলেছে বার্ড ফ্লুর পজিটিভ রিপোর্ট।
ভারতে গত বছর করোনা সংক্রমন শুরু হওয়ার পর দেশের বিভিন্ন রাজ্যে মিলেছিল বার্ড ফ্লুর দাপট। পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, কেরল এই সমস্ত রাজ্যে বিভিন্ন পোল্ট্রি ফার্মে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল প্রচুর পরিমানে পাখি।
তবে এবার বার্ড ফ্লুর হদিশ মিলল পাঞ্জাবের লুধিয়ানা থেকে ২৫ কিলোমিটার দূরে কিলা রায়পুরের একটি পোল্ট্রি ফার্মে। ভোপালের জাতীয় নিরাপত্তা প্রাণী রোগ ইনস্টিটিউট জানিয়েছে যে, রায়পুরের ওই পোল্ট্রি ফার্ম থেকে পাওয়া পাখিদের নমুনাগুলোতে বার্ড ফ্লুর রিপোর্ট পজিটিভ এসেছে। এই খবর সামনে আসা মাত্রই নড়েচড়ে বসেছে পাঞ্জাব প্রশাসন।
জেলা প্রশাসক ভি শর্মা জানিয়েছেন “পাঞ্জাব সরকার এই পোল্টি ফার্মকে সংক্রমিত কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে।” জেলা প্রশাসক শর্মা আরও জানিয়েছেন, একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হবে নিশ্চিত করা যাতে এই ফার্ম থেকে কোনরকম পোল্ট্রি জাতীয় দ্রব্যাদি বাইরে থেকে আনা অথবা বাইরে নিয়ে যাওয়া সম্ভব না হয়।
একেই করোনা ভাইরাসে জর্জরিত ভারতবর্ষ। তার উপর বার্ড ফ্লু এর আতঙ্ক নতুন করে ভাবিয়ে তুলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কে। ইতিমধ্যেই দেশজুড়ে বিভিন্ন রাজ্যে পোল্ট্রি ফার্ম গুলিতে নমুনা সংগ্রহ করা শুরু হয়ে গিয়েছে।