এজেন্ট নিখোঁজ, টিএমসি, বিজেপি, বিধানসভা ভোট, missing
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে পঞ্চম দফার ভোটের দিনেই অভিযোগের তীর উঠেছে তৃণমূলের দিকে। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর তেলিনিপাড়া এলাকায় বিজেপি কর্মী নিখোঁজ, তিনি ওই এলাকার ৮০ নম্বর বুথের পোলিং এজেন্ট ছিলেন বলেও জানা গিয়েছে।

বিজেপি কর্মী নিখোঁজ হওয়ায় অভিযোগের তীর তৃণমূলের দিকেই। নিখোঁজ ব্যক্তির নাম ভানু ভূঁইয়া। তিনি তেলেনিপাড়া এলাকার ৮০ নম্বর বুথের পোলিং এজেন্ট ছিলেন বলে বিজেপি সূত্রে খবর। এছাড়াও সূত্রের খবর, ওই এলাকার আরো একটি বুথে বিজেপির এজেন্ট দের কে মারধর করা হয়েছে এবং তাদেরকে বুথ থেকে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির।

বিজেপির পোলিং এজেন্ট অভিযোগ করেছেন, “৭০ থেকে ৮০ জনের একটি দল এসে আমাদেরকে মারধর করল এবং ভানু ভূঁইয়া নামে ওই বিজেপি কর্মী কে তুলে নিয়ে চলে গেল।” এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে মিনাখাঁর বিজেপি প্রার্থী।

মিনাখাঁর বিজেপি প্রার্থী জানিয়েছেন, তিনি নিজেও ৮০ নম্বর বুধ এলাকায় ঢুকতে পারছেন না। তৃণমূলের পুরো এলাকাটাই ঘিরে রেখেছে বলে তার অভিযোগ। মিনাখাঁর অন্যান্য বুথ থেকে বিরোধীদলের এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপির।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “গেরুয়া শিবির অর্ধেকের বেশি জায়গায় এজেন্ট দিতে পারেনি। তাই এই সব অভিযোগ করে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছে।”