Priyanka tibrewal, bjp, Bhawanipur
৩ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি, মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে ? | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রার্থী ঘোষণা নিয়ে জুল্পনা বেড়েছিল গেরুয়া শিবিরে। অবশেষে সেইসব জল্পনা কাটিয়ে তৃণমূল সুপ্রিমো মমতার বিরুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের গেরুয়া শিবির।

ভবানীপুর বিধানসভা কেন্দ্র ছাড়াও আরও দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিলন ঘোষ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজিত দাস। তবে গত কয়েকদিন আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কে হবেন ? তা নিয়ে জল্পনা বেড়েছিল গেরুয়া শিবিরে। তবে সেইসব টানা পড়ার মাঝেই আইনজীবী প্রিয়াঙ্কাকেই ভবানীপুরের প্রার্থী করল গেরুয়া শিবির।

Priyanka tibrewal, bjp, Bhawanipur
৩ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি, মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে ? | ছবি – সংগৃহীত

একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রুদ্রনীল ঘোষ। তিনি তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভন চট্টোপাধ্যায় এর কাছে পরাজিত হন তিনি। যদিও এন্টালী বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আইনজীবী প্রিয়াঙ্কার টিব্রেওয়াল। কিন্তু সেখান থেকে তিনিও জয়লাভ করে আসতে পারেননি। তবুও তাকেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করল গেরুয়া শিবির।

বিজেপির তরফ থেকে কাদেরকে প্রার্থী ঘোষণা করা হবে তা নিয়ে একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠক শেষে ৬ জনের নাম পাঠানো হয় কেন্দ্র সরকারের কাছে। সেখান থেকেই বারবার উঠে আসছিল প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর নাম এবং শেষ পর্যন্ত তাকেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

Priyanka tibrewal, bjp, Bhawanipur
৩ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি, মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে ? | ছবি – সংগৃহীত

বিজেপি সূত্রে জানা গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে লড়াই করেছেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলের বহু নেতা ও কর্মী সমর্থকদের মামলা দায়ের করেছেন তিনি। সেই কারণে লড়াকু নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কেই মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।