পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গুজরাটের রং আবারো গেরুয়া। বিরোধীদের উড়িয়ে দিয়ে সপ্তমবারের মতো গুজরাটের মসনদ দখল করতে চলেছে পদ্ম শিবির। গুজরাটের বিধানসভা নির্বাচনে ১৮২ টি আসনের মধ্যে ১৫০ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই মুহূর্তে গেরুয়া শিবিরে বইছে খুশির হওয়া। গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভূপেন্দ্র প্যাটেল জয়ী হয়েছেন বিপুল ভোটে।
২০২৪ এ লোকসভা নির্বাচন। তার আগে ২০২২ এর এই বিধানসভা নির্বাচন ছিল নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির কাছে সেমিফাইনালের স্বরূপ। এবছর গুজরাটে বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু লড়াই হয়েছে। একদিকে ছিল যেমন গেরুয়া শিবির, তেমন অন্যদিকে কংগ্রেস এবং আরেক যুযুধান পক্ষ ছিল আপ। তবে আজকের শেষ খবর পাওয়া পর্যন্ত যা ট্রেন্ডিং রয়েছে তাতে মোদী-শাহ জুটি লেটার মার্ক নিয়ে পাস করেছে।
এখন অবধি পাওয়া খবর অনুযায়ী ১৫০ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এর আগে কোন দল দেড়শ এর সংখ্যা পার করতে পারেনি গুজরাটে। সেদিক থেকে দেখতে গেলে মাত্র ২০ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং ৯ টি আসনে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ৫টি আসনে। গত ২৭ বছর ধরেই গুজরাটের বিধানসভা বিজেপির দখলে রয়েছে। ১৯৯৫ সাল থেকে গুজরাটে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি।
তবে আজকের ফলাফলের ট্রেন্ডিং দেখে বলাই যায় আড়াই দশক পার হয়েও গুজরাটে মোদী ম্যাজিক অব্যাহত। আর তার রেশ পড়েছে গান্ধীনগরের দলীয় কার্যালয়ে। রাজ্য জুড়ে দিকে দিকে বিজেপির কর্মী সমর্থকরা ইতিমধ্যেই গেরুয়া আবির ও পদ্ম আঁকা পতাকা নিয়ে উৎসবের মেজাজে মেতেছেন। জনসাধারণের মধ্যে বিলি করা হচ্ছে লাড্ডু। ইতিমধ্যেই অন্যান্য দলগুলির ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে বিজেপি। এখন শুধু দেখার, শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ করে বিজেপি।
এবারে গুজরাট নির্বাচনে ভালো ফল করার জন্য গত এক বছর ধরে বেশ দৌড়ঝাঁপ করেছে অরবিন্দ কেজরিওয়াল। গত এক বছরে যেখানে নরেন্দ্র মোদী গুজরাটে পা রেখেছেন ১২ বার, সেখানে অরবিন্দ কেজরিওয়াল এই সময়ের মধ্যে গুজরাট গিয়েছেন ২০ বার। তবে গুজরাট সফরের পরিসংখ্যানে রাহুল গান্ধী বাকি দুজনের তুলনায় অনেকটাই পিছিয়ে। তিনি গত এক বছরে গুজরাট গিয়েছেন মাত্র ৩ বার। কিন্তু এত দৌড় ঝাঁপের পরেও দেখা গেল অরবিন্দ কেজরিওয়ালের আপ ভোটের বাক্সে সেভাবে দাঁত ফোটাতে পারেনি।