পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনী ভোট এবং তারই মধ্য দিয়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ দেশজুড়ে ব্যাপক প্রভাব ফেলছে। করোনার প্রকোপ বেশি দেখা গিয়েছে মহারাষ্ট্রে। তবে এবার বঙ্গে ভোট আবহে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে।
ভোট আবহের মধ্য দিয়েই রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে পারে তা আগে থেকেই আন্দাজ করেছিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এবার রাজ্যে করোনার প্রভাব বাড়ায় আঙুল উঠেছে গেরুয়া শিবিরের দিকেই।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজ্যে করোনা ছড়াচ্ছে গেরুয়া শিবির। গতকাল ভোট প্রচারে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে করোনা সংক্রমণ বেড়ে ওঠায় এদিনের সভা থেকে তিনি বলেন, “বিজেপি কে ভোট দেবেন না, ওরা বাংলায় করোনা ছড়াচ্ছে।”
তৃণমূল নেত্রী নবদ্বীপের সভাতে একহাত নিলেন বিজেপিকে। তিনি এ দিনের সভামঞ্চ থেকে বলেন, “বাংলায় করোনা ভাইরাস ছড়াচ্ছে বিজেপি। লড়াইয়ে হারাতে না পেরে করোনা ঝরাচ্ছে বিজেপি। বহিরাগতদের এনে করোনা ছড়ানো হচ্ছে। বাংলায় কোভিড ছড়াবেন না প্রধানমন্ত্রী।” নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে এমনটাই অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর।
তৃণমূল নেত্রীর কথায়, বঙ্গে পাঁচ-ছয় মাস কোভিড ছিলনা। ভোট আবহে ভোট প্রচার করতে এসেই রাজ্যে বেড়ে চলেছে করোনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,” প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভাতে প্যান্ডেল তৈরি করতে বাইরে থেকে লোক আনা হচ্ছে। সেই জন্যই রাজ্যে করোনা ছড়িয়ে পড়ছে। যারা এ রাজ্যের বাসিন্দা নয়, তাদেরকে এ রাজ্যে প্রবেশের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত” বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা।
এদিনের সভামঞ্চ থেকে তিনি বলেন, “রাজ্যে প্রধানমন্ত্রী ভোট প্রচারে আসতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রীর জনসভার প্যান্ডেল তৈরীর জন্য বহিরাগতদের রাজ্যে আনা চলবে না। বহিরাগত রা’ই রাজ্যে এসে করোনা ছড়াচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার।”