পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এই করোনা ভাইরাস এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনা টিকাকরনই একমাত্র পথ।
মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে টিকাকরণ। টিকাকরনের মধ্য দিয়েও আবার কেন্দ্র ও রাজ্যের সংঘাত জোরালো হয়েছে। ভ্যাকসিন প্রস্তুত করা থেকে নিয়ে ভ্যাকসিন বন্টন, সবকিছুতেই সরকার এবং বিরোধী গোষ্ঠীর মধ্যে বারবার বাদানুবাদ দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ “বৈঠকের বিষয়ে কেউ আমন্ত্রণ জানান নি, আমি এখন এসবের মধ্যে নেই” বিস্ফোরক মন্তব্য মুকুলের
করোনা ভাইরাস এর বাড়বাড়ন্তির ফলে একইসাথে দেশের সমস্ত মানুষকে টিকাকরণ করতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে কেন্দ্র সরকারকে। যার জেরে রাজ্য সরকারের হাতে টিকাকরণের দায়িত্ব দেওয়া হয়েছিল বলেই জানা গিয়েছিল। তবে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। দেশের প্রতিটি মানুষকে বিনা মূল্যে টিকা দেওয়া হবে।
তবে ওই ভ্যাকসিনের ৭৫ শতাংশ খরচ কেন্দ্র সরকার বহন করবে । স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, গোটা দেশজুড়ে এখনো ২৩,৯০,৫৮,৩৬০ জন মানুষকে করোনা টিকা দিতে সক্ষম হয়েছে ভারত সরকার।
আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় দেশে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর হার
সূত্রের খবর অনুযায়ী, এখনো পর্যন্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ভ্যাকসিন নেননি। অনেক কংগ্রেস নেতা নেত্রীরা করোনা টিকা গ্রহণ করেছেন। তাহলে কেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী করোনা টিকা নেননি? সেই বিষয়ে এদিন পর্লামেন্টারি আফেয়ারস মন্ত্রী প্রহ্লাদ যোশী কংগ্রেসের দুই নেতা ও নেত্রীকে আক্রমণ করেন।
প্রহ্লাদ যোশী এদিন তোপ দেগে বলেন, “আমরা যখন জানুয়ারি মাস থেকে ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করেছিলাম। তখন অনেক কংগ্রেস নেতাই ভ্যাকসিন এর গুনাগুন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপর এখন তারাই আবার ভ্যাকসিন নিচ্ছেন। যতদূর আমি জানি, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী এখনো ভ্যাকসিন নেননি। ওনাদের ভারতীয় ভ্যাকসিন এর উপর বিশ্বাস নেই।” সেই কারণেই কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা ও নেত্রী এখনো পর্যন্ত ভ্যাকসিন নেন নি বলেই জানিয়েছেন প্রহ্লাদ।