Gautam Gambhir, bjp, kkr captain
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বহুবার কলকাতার হয়ে ক্রিকেট খেলে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি। নাইট রাইডার্স-এর অধিনায়কত্ব পদে তিনি ছিলেন সেরা। ক্রিকেট জগতের পরিচিত মুখ এবার পা রাখতে চলেছেন বাংলায়। তবে এবার উদ্দেশ্য অন্য। ২০২১ সালে বিজেপি বিধানসভা ভোট প্রচারে আসতে চলেছেন প্রাক্তন নাইট গৌতম গম্ভীর।

প্রচার সংক্রান্ত কাজের জন্য দিল্লির বাইরে এই প্রথম পা রাখতে চলেছেন গৌতম গম্ভীর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে বাংলার বহিরাগত হিসাবে তুলে ধরেছেন, সে বিষয়ে মোটেই খুশি নন এই ক্রিকেট তারকা।

ভারতীয় ওপেনারের বক্তব্য, ‘আমি যে কলকাতায় বা বাংলার অন্য কোথাও জন্মায়নি, তা আমার কখনোই মনে হয়নি। প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, পার্ক স্ট্রিটের এগরোল এসব কিছুর সদস্য মনে হয়েছে নিজেকে সবসময়। শোনা যাচ্ছে, এর পাশাপাশি তিনি অসমেও প্রচারের উদ্দেশ্যে রওনা হবেন।’

গত দুবার যখন নাইট রাইডার্স-এর হয়ে আইপিএল জিতে গর্ব বোধ করছিল সারা বাংলা, তখন অধিনায়ক পদে ছিলেন গৌতম গম্ভীর। বাংলায় জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ট্রফি জেতার পর সংবর্ধনা-এ হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

দিল্লি থেকে ভারতীয় ক্রিকেটারের মন্তব্য, বাংলাকে বরাবর নিজের বাড়ির মতই মনে করে এসেছি। সেইসাথে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট প্রচারে আসতে পারেন, এই ইঙ্গিত পাওয়া গেল তার কথায়। সূত্রের খবর অনুযায়ী, 22 শে মার্চ থেকে মোট আট দফায় প্রচার চালাবেন গৌতম গম্ভীর।