pamela goswami, পামেলা গোস্বামী, মাদক দ্রব্য
ছবি - ফেসবুক

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ শুক্রবার বিকেলে নিউ আলিপুর এলাকা থেকে লক্ষাধিক টাকার মাদক দ্রব্য সহ গ্রেপ্তার বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। তাকে ছাড়া গ্রেপ্তার করা হয়েছে আরেক বিজেপি নেতা প্রবীর দে-কে। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে তাদের কাছ থেকে ১০০ গ্রাম কোকেন সংগ্রহ করা হয়েছে।

পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে নিউ আলিপুর এনআর অ্যাভিনিউ দিয়ে নিরাপত্তারক্ষী সহ পামেলা গোস্বামী এবং প্রবীর দে যাচ্ছিলেন। জানা যাচ্ছে যে গাড়ি পার্কিং করার সময় তাকে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানার পুলিশ। প্রায় ১০০ গ্রাম কোকেন পাওয়া গিয়েছে বিজেপি নেত্রী কাছ থেকে যার মূল্য কয়েক লাক্ষাধিক টাকা।

সম্প্রতি তাকে বিজেপির যুব মোর্চার রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছিল। পুলিশ আপাতত তদন্ত করে দেখছে যে এই ঘটনার সাথে বড়োসড়ো কোন মাদক চক্রান্তের যোগাযোগ আছে কিনা। এ বিষয়ে প্রশ্ন করলে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন “আমি এখনও স্পষ্ট হবে এই বিষয়ে কিছু জানিনা। না জেনে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে ওদের ব্যাগে মাদক ছিল নাকি, সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটিও ভাববার বিষয়।”

সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, হুগলি জেলার বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামীর বিরুদ্ধে মাদক কারবার-এর সাথে জড়িত থাকার বিষয়ে আগেই ইঙ্গিত পেয়েছিল পুলিশ। সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন “যদি ফাঁসানো না হয়ে থাকে তাহলে মাদকদ্রব্য সরবরাহের অভিযোগে শাস্তি হওয়া উচিত আইন তাই দেবে।”

আসন্ন বিধানসভা ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনীতি চলবে বলে আশা করা যেতে পারে। পুলিশের তদন্তের পর পরিষ্কার হবে জানা যাবে কিভাবে ওদের কাছ থেকে মাদক দ্রব্য পাওয়া গেছে বা এই ঘটনার সাথে কোন বড় মাদক চক্রান্ত জড়িয়ে আছে কিনা।