পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি মুক্তি পেয়েছে দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি’। কিন্তু এই ছবি মুক্তি পেল না বিখ্যাত নাট্যমঞ্চ এবং চলচ্চিত্র প্রেক্ষাগৃহ নন্দনে। জানা গিয়েছে, অভিনেতা মিঠুন চক্রবর্তী এই ছবিতে থাকার ফলেই নন্দনের শো থেকে বাদ পরেছে এই ছবি। এই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। গত রবিবার অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বরাহনগরের নেতাজি পার্কে এসে এই ছবি প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেন তিনি।
ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই কারণেই তৃণমূল নন্দনে মুক্তি পেতে দেয়নি এই ছবি, সেরকমই মন্তব্যই করলেন এই দুই বিজেপি নেতা। এদিন অনুষ্ঠানে এসে রাহুল সিনহা তৃণমূলকে আক্রমণ করে বলেন, তৃণমূলের পৈত্রিক সম্পত্তি নয় নন্দন। মিঠুন চক্রবর্তী অভিনয় না করলে অবশ্যই ছবিটি নন্দনে মুক্তি পেত। তবে অন্যসব চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি নিয়ে মানুষের প্রশংসা শুনে অবশ্যই তৃণমূলের প্রত্যেক ব্যক্তির মুখে চুনকালি পড়বে। এছাড়া এই ছবিটি নন্দনে মুক্তি পেতে না দেওয়ার দরুন মাননীয়া মুখ্যমন্ত্রী সকলের কাছে ছোট হয়েছেন বলেও মন্তব্য করেছেন রাহুল সিনহা।
এছাড়া বিজেপি নেতা দিলীপ ঘোষও এই ছবি প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যেহেতু মিঠুন চক্রবর্তী এই সিনেমায় অভিনয় করেছেন, সেই জন্যই নন্দনে মুক্তি পেতে দেওয়া হয়নি ‘প্রজাপতি’। অন্যদিকে দেব এবারে তৃণমূলের হয়ে প্রার্থী হওয়ার বিষয়ে রাজি ছিলেন না। কিন্তু তাঁকে ভয় দেখিয়ে প্রার্থী করিয়েছিলেন তৃণমূল।