BJP, rudranil ghosh, রুদ্রনীল ঘোষ, ত্রাণ বিতরণ
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যে একদিকে করোনা অন্যদিকে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াশ। এমন পরিস্থিতিতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ত্রাণ বিতরন করতে নেমে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তবে ত্রাণ বিতরন করতে গিয়ে চড় খেতে হল বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। হতভম্ব হলেও এটাই সত্যি।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। কিন্তু ভবানীপুর কেন্দ্র তৃণমূলের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় এর কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। তবে নির্বাচনে তিনি হেরে গিয়েও মানুষের পাশে দাড়াতে চেয়েছেন তিনি। আজ শুক্রবার বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে সাপটে চড় খেতে হয় তাকে। এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূলের দিকে। ইতিমধ্যেই তা নিয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন রুদ্রনীল।

BJP, rudranil ghosh, রুদ্রনীল ঘোষ, ত্রাণ বিতরণ
ছবি – সংগৃহীত

এদিন রুদ্রনীল বাবু ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন। সেখানে যেতে না যেতেই তৃণমূল কর্মী সমর্থকদের সংঘর্ষে জড়িয়ে পড়েন রুদ্রনীল ঘোষ। তার মধ্যে একজন তৃণমূল কর্মী সমর্থক আচমকাই সজোরে চড় মেরে বসেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। চড়ের দাপটে তার চশমা ছিটকে পড়ে যায় মাটিতে। আচমকাই তাকে সজোরে চড় মারায় হতভম্ব হয়ে পড়েন তিনি। এই ঘটনায় ভবানীপুরের ৭১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেতা বাবুল সিংয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

জানা গিয়েছে, ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণের সামগ্রী তুলে দেন রুদ্রনীল। এরপরই তিনি সজোরে চড় খেয়ে বসেন তৃণমূল কর্মী সমর্থকদের হাতে। এই ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন রুদ্রনীল। তবে তৃণমূল কংগ্রেস রুদ্রনীলের তোলা এই অভিযোগ অস্বীকার করছে। রুদ্রনীলের পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, “মিথ্যে কথা! কোনওরকম মারধরই করা হয়নি তাকে। কথা কাটাকাটি হওয়ার পর বুঝিয়ে-সুঝিয়েই তাকে পাঠানো হয়েছে। উনি যে খাবার দিতে এসেছিলেন, তাতে বিষ মেশানো আছে কি না কে জানে ? আর উনি তো ভোটে দাঁড়িয়েছিলেন এখানে। ওনার জানা উচিত যে ভবানীপুরের প্রশাসন তড়িৎকর্মা। এখানকার মানুষ সবরকম সাহায্য পাচ্ছেন। উনি কেন আবার ত্রাণ দিতে এসেছেন এখানে ?”

বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের অভিযোগকেই ঘিরে তৃণমূল নেতা বাবুল সিং বলেন, “রুদ্রনীল বাবু যদি প্রমাণ করতে পারেন আমি ওনার গায়ে স্পর্শ পর্যন্ত করেছি। তাহলে রুদ্রনীল বাবু যে শাস্তি আমাকে দেবেন আমি তা মাথা পেতে মেনে নেব।” এছাড়াও তিনি বলেন, ‘ত্রাণ বিলি করছেন রুদ্রনীল বাবু, সেই বিষয়ে আমি ওনার কাছে ত্রাণ বিতরণ এর অনুমতি আছে কিনা জিজ্ঞাসা করায় রেগে উনি আমার দিকেই ছুটে এলেন।” তবে এই ঘটনায় রুদ্রনীল বাবু জানিয়েছেন, “ত্রাণ দিতে এসে মার খেলাম। আমাকে সজোরে চড় মেরে দিল। এসব কি চলছে রাজ্যে। কেউ ত্রাণও দিতে পারবে না।”