পশ্চিমবঙ্গ ডেস্কঃ আসন্ন একুশের বিধানসভা ভোট দোরগোড়ায়। ইতিমধেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। চলতি বাংলা মাসের শেষে প্রথম দফার ভোট। হাতে সময় খুবই কম। এরইমধ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা কারা করবেন ? সে বিষয়ে একটি বৈঠক ডাকলো বিজেপি নেতারা।
জানা গিয়েছে, আজ সোমবার কলকাতার একটি ফাইভ স্টার হোটেলে বৈঠক করবেন বিজেপি নেতারা। কে কে থাকছেন ওই বৈঠকে? ওই বৈঠকে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, মুকুল রায়, দিলীপ ঘোষ।
এছাড়াও সেখানে উপস্থিত থাকবেন ঝাড়গ্রাম, তমলু্ক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়া, মথুরাপুর, ডায়মন্ড হারবার, শিবপুর ও পুরুলিয়ার বিজেপি সভাপতিরাও। প্রার্থী তালিকা নির্ধারণের জন্য এই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব। বিজেপি সূত্রের খবর, এই বৈঠকে প্রথম দু’দফার প্রার্থীদের নাম স্থির করা হবে।
বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যে দিল্লিতে প্রার্থীদের একটি নামের তালিকা পাঠানো হয়েছে রাজ্যের তরফ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজস্ব টিম একটি বিশেষ সমীক্ষা করে রাজ্যের প্রার্থীদের নামের তালিকা ভুক্ত করেছে। এই দুটি তালিকা মিলিয়ে প্রার্থীর নাম স্থির করার সম্ভাবনা রয়েছে। অতি শীঘ্রই রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করবে গেরুয়া শিবির।
জানা যাচ্ছে, মঙ্গলবার অথবা বুধবার মিলতে পারে প্রার্থীদের তালিকা। তবে বুধবার নাগাদ তালিকা ঘোষণা না করলেও। বৃহস্পতিবার অবশ্যই প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি।