madan mitra, tmc, tmc MLA,
"বিজেপি বিধায়কদের ইউক্রেনে পাঠানো উচিত", বিজেপিকে নিশানায় নিয়ে কটাক্ষ মদনের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রামপুরহাট কান্ডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি নিয়ে বিধানসভার মধ্যে গতকাল হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি বিধায়করা। অভিযোগ করা হয় বিজেপি বিধায়কের ঘুষিতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এবার বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এছাড়াও তিনি এ হুঁশিয়ারি দিয়ে বলেন, “এক মাঘে শীত যায় না। প্রত্যাঘাত করার অধিকার আমাদেরও আছে।”

গতকাল বিধানসভায় ঘটে যাওয়া কান্ডকে কেন্দ্র করে নিজস্ব কায়দাতেই মদন মিত্র এদিন বলেন, “বিজেপি বিধায়করা বিধানসভায় যা করেছেন তার জন্য ওদের পুতিনের হাত দিয়ে সংবর্ধনা দেওয়া উচিত৷” একেই রামপুরহাট কাণ্ড নিয়ে উত্তপ্ত বাংলা। আর এরই মধ্য দিয়ে বিধানসভায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি বিধায়কের ঘুষিতে তৃণমূল বিধায়কের নাক ফাটার পর, বর্তমানে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিজেপির দাবি, বিজেপির বিধায়কদেরকেও আহত করেছে তৃণমূলের বিধায়করা। তারাও বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনার জন্য পরস্পর পরস্পরকেই দায়ী করছে।

এদিন মদন মিত্র বিজেপিকে নিশানায় নিয়ে বলেন, “বিজেপি বিধায়করা আজ বিধানসভায় যা করেছেন তারপর ওদের দিল্লি নয়, ইউক্রেনে ডাকা উচিত। পুতিনের হাত দিয়ে ওদের সংবর্ধনা দেওয়া উচিত।”  এছাড়া বিজেপি বিধায়করা যে অভিযোগ জানিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

বিজেপির অভিযোগ নিয়ে কটাক্ষ করে তিনি এদিন বলেন, “বিধানসভায় আজ যা হয়েছে তা নিয়ে রাজ্যের কারও মাথাব্যথা নেই। রাজ্যবাসী রামপুরহাটের ঘটনা, ইউক্রেনের যুদ্ধ নিয়ে সমব্যথী। তাছাড়া বিজেপির বিধায়কদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা কেউ আহত হয়নি, ওরা পিজি-তে গিয়েছিল জাল সার্টিফিকেট করতে। ওদের টিটেনাস দিয়ে ছেড়ে দিয়েছে৷ অথচ আমাদের দু’ জন বিধায়ক হাসপাতালে অসুস্থ হয়ে শুয়ে আছেন।”

এরপর তৃণমূল বিধায়ক তথা সোশ্যাল মিডিয়ার লাভলী হুশিয়ারি দিয়ে বলেন, “এটা বিজেপি ঠিক করে নি। এক মাঘে শীত যায় না। প্রত্যাঘাত করার অধিকার আমাদেরও আছে। কিন্তু আমাদের বিধায়করা মার খেয়েছে।”