amit shah, BJP, maharashtra, Shiv Sena, অমিত শাহ, বিজেপি, মহারাষ্ট্র, শিবসেনা
মহারাষ্ট্রে ৪৮টি আসনের লক্ষ্যে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সাথে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি, দাবি শাহের

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে, বিজেপি মহারাষ্ট্রে আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সাথে একত্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। রবিবার তিনি বলেন, বিজেপিকে একসাথে মহারাষ্ট্রে ৪৮টি আসনে জিততে হবে।

এর আগে পুনেতে তিনি মুঘল এবং অন্যান্য বিদেশী আক্রমণকারীদের শাসনামলে ধ্বংস হওয়া মন্দিরগুলি পুনর্নির্মাণের জন্য ছত্রপতি শিবাজীর প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে, শিবাজীর জীবন ছিল অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ এবং তাঁর দ্বারা শুরু করা ‘স্বরাজ্য’-এর সংগ্রাম আজও অব্যাহত রয়েছে। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে পুনের নারহে-আম্বেগাঁওতে শিবাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে একটি থিম পার্ক ‘শিব সৃষ্টি’-এর প্রথম পর্বের উদ্বোধন করার পর শাহ এ কথা বলছিলেন।

ঠাকরেকে আক্রমণ করে শাহ বলেন, হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরের শিবসেনা শরদ পাওয়ারের পায়ে আত্মসমর্পণ করেছে। (ঠাকরে) আমাদের সাথে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, যেখানে সবচেয়ে বড় কাটআউট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শাহ আরো বলেন যে, গত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের নেতৃত্বে লড়াই হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি এবং শাহ নিজে জনসভার সময় প্রকাশ্যে এই কথা বলেছিলেন। তা সত্ত্বেও (ঠাকরে) বিরোধীদের সাথে হাত মিলিয়েছেন।

শাহ তার বক্তৃতায় ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ডঃ মনমোহন সিং-এর নেতৃত্বাধীন কংগ্রেস-নেতৃত্বাধীন ইউপিএ সরকারের উপরও তীব্র আক্রমণ শুরু করেন। তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী চলে যাওয়ার পর ভারতের অর্থনীতি ছিল ১১ নম্বরে। অর্থনীতিবিদ থেকে প্রধানমন্ত্রী হওয়া মনমোহন সিং ১০ বছর সরকারে থাকার পর ২০১৪ সালে চলে গেলেন। কিন্তু ভারত তখনও ১১ নম্বরেই ছিল। মোদি আসার পর পরিস্থিতি বদলে গিয়েছে এবং আজ ভারত ৫ নম্বরে।