Tejasvi Surya, bjp, তেজস্বী সূর্য,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ২৭ ই মার্চ থেকে বাংলায় বিধানসভা ভোট। এবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী থেকে দলের সর্বভারতীয় সভাপতি একই কথা বলে চলেছেন। এবার বাংলাকে পাখির চোখ গেরুয়া শিবির।

আসন্ন বিধানসভার ভোট বাংলায় ২০০ বেশি আসন পাবে বিজেপি। প্রথম থেকেই বলে আসছেন সর্বভারতীয় দলের সভাপতি ও নেতারা। সর্বভারতীয় দলের সংসদ তেজস্বী সূর্য বঙ্গে এসে একই দাবি করলেন।

বিজেপি সাংসদ তেজস্বী সূর্য জানিয়েছেন, “বাংলায় আসন্ন বিধানসভার ভোট ২৭ ই মার্চ থেকে শুরু। ফলাফল প্রকাশ হবে ৩ মে। আর তারপরে বঙ্গের মুখ্যমন্ত্রী বদল হতে চলেছে।” তিনি রাজ্যে এসে জানিয়েছেন, “এবার ভোটে বিজেপি ২০০ বেশি ভোট জিতবে বাংলায়। হাতে গুনে আর কয়েকটা দিন মাত্র মুখ্যমন্ত্রী পদে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

ভোটের ফলাফল প্রকাশ হবে ৩ রা মে। ৩ রা মে-র পর বাংলা বিজেপির শাসন অধীনে চলে আসবে। বিজেপির একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য।

রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন বঙ্গে এবার বিজেপি ২০০ বেশি আসন পাবেই। এছাড়াও তিনি জানিয়েছেন, পাঁচ বছর আগে থেকে তারা প্রস্তুতি শুরু করেছেন। বাংলায় ২০০ কম আসন নয়, বেশি আসন পাবো আমরা। ২০১৯ এ হাপ ২০২১ এর সাফ। এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

এছাড়াও রাজ্যে এসে তেজস্বী সূর্য জানিয়েছেন, “বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে আর রক্তারক্তি নয়। রাজনৈতিক খুনোখুনি আর হবে না এই বাংলায়।”