পশ্চিমবঙ্গ ডেস্কঃ গত রবিবার গুজরাতে পৌরসভা নির্বাচনে বিজয়ী হল গেরুয়া শিবির। করোনা প্রটোকল মেনেই ভোট প্রদান হয়েছিল রবিবার। গতকাল বুধবার করোনা প্রটোকল মেনেই ভোট গণনা করা হয়েছে। আমেদাবাদ, সুরাত, রাজকোট, ভদোদরা, জামনগর ও ভাবনগর এই ছটি পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ৫৭৫ টি আসনে ভোট গ্রহণ হয়। তার মধ্যে সাড়ে ৪৮৩ এর বেশি আসনে বিজয়ী হল গেরুয়া বাহিনী। গুজরাতে এবার ভালো ফল করেছে বিজেপি। তবে কংগ্রেস এর চেয়ে আম আদমি পার্টি এগিয়ে থাকলেও শেষে আপ এর থেকে বেসি আসন পেয়েছে কংগ্রেস।
এবার ভোট দেওয়ার হার অনেকটাই কম। মাত্র ৪২.৩১ শতাংশ ভোট পড়েছে সেখানে। ভোট গণনা রিপোর্ট অনুযায়ী, মোট ৫৭৫ টি আসনের মধ্যে ৪৮৩ টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ৫৫ টি আসন এবং কেজরিওয়াল আম আদমি পার্টি ২৭ টি আসন পেয়েছে।
আমেদাবাদ পুরসভার ১৯২ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৫৬ টি আসন, কংগ্রেস পেয়েছে মাত্র ২১ টি আসন, সুরাত পৌরসভার ১২০ টি আসনের মধ্যে গেরুয়া শিবিরের দখলে এসেছে ৯৩ টি আসন। কংগ্রেস পেয়েছে মাত্র ৫ টি আসন। এবং আম আদমি পার্টি পেয়েছে ২১ টি আসন। অন্যদিকে রাজকোট পৌরসভায় ৭২ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৬৮ টি আসন। এবং কংগ্রেস পেয়েছে ৪ টি আসন। ভদোদরা পৌরসভার ৭৬ টি আসনের মধ্যে গেরুয়া শিবির দখল করেছে ৪৮ টি আসন এবং কংগ্রেস পেয়েছে ৭ টি আসন। ভাবনগর পৌরসভার ৫২ টি আসনের মধ্যে গেরুয়া শিবিরের দখলে ৪৪ টি আসন এবং কংগ্রেসের দখলে ৮ টি আসন।
আমেদাবাদ সহ গুজরাটের ৬টি পুরসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন মোদি সরকার। একসময় কংগ্রেসের শাসনাধীনে ছিল সুরাত কিন্তু কংগ্রেসের থেকে এবার ভালো ফল করেছে কেজরিওয়াল আম আদমি পার্টি। বিজেপি জয় লাভ করার পর মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ট্যুইট করে জানিয়েছেন, “এই দুর্দান্ত জয় দিয়ে গুজরাট বাসীরা ফের প্রমাণ করলেন গুজরাতে ভারতীয় জনতা পার্টির দুর্গই অটুট রয়েছে। ৬টি পৌরসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দুরন্ত জয় হলো গুজরাটের জনগণের জয়।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমেদাবাদে পৌঁছেছেন ইতিমধ্যেই। জয় লাভ করার পর রাজ্যজুড়ে বিজয় উৎসবে মেতে উঠেছেন বিজেপি কর্মীসহ নেতারাও। তবে আগামী ২৮ শে ফেব্রুয়ারি গুজরাতের ৮১ টি পৌরসভা ও ৩১ টি জেলা পঞ্চায়েত এবং ২৩১ টি তালুক পঞ্চায়েতে ভোট পর্ব চলবে।