গুলি বিদ্ধ ৩ বিজেপি কর্মী, বিজেপি, বিধানসভা ভোট, চোপড়া
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিধানসভা নির্বাচন ভোট যতই এগিয়ে আসছে ততই দ্বন্দ্ব বেড়ে চলেছে। রোড শো থেকে শুরু করে জনসভা এমনকি দেওয়াল লিখন নিয়েও উত্তেজনা চরমে। গতকাল বুধবার সন্ধ্যেবেলায় মিছিল করেন রাজ চক্রবর্তী। মিছিল থেকেই বিজেপি কর্মীর উপর গুলির হামলা তৃণমূলের।

জানা গিয়েছে বুধবার সন্ধ্যেবেলায় টিটাগড় বাজারে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর মিছিল ছিল। মিছিল শুরু হয় ঠিক সন্ধ্যার দিকে। ওই মিছিল থেকে বিজেপি কর্মীর ওপর গুলি হামলা হয়েছে বলে অভিযোগ।

মধু রাও নামে একজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। টিটাগড় বাজারে মধু রাও এর নিজস্ব দোকান রয়েছে। তিনি বুধবার সন্ধ্যেবেলায় নিজস্ব দোকানেই বসে ছিলেন। হঠাৎ তার ওপর তৃণমূল দুষ্কৃতীরা গুলি হামলা চালায় বলে স্থানীয় সূত্রে খবর। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা জানিয়েছেন, বুধবার সন্ধ্যেবেলায় রাজ চক্রবর্তীর মিছিল চলাকালীন মধু রাও এর সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন তৃণমূল কর্মীরা।

তৃণমূল প্রার্থী চক্রবর্তীর মিছিল শেষ হতে না হতেই মধু রাও এর উপর হয় গুলি হামলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যে বেলায় টিটাগড় বাজারে পাঁচ রাউন্ড গুলি হামলা চলে। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব তা মানতে নারাজ।

বিজেপি কর্মী মধু রাও গুলিবৃদ্ধ হওয়ায়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।