black day of india, indian army, PM narendra modi, arjun tank, arjun mark 1a,
image source: wikipedia

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের ‘পুলওয়ামা’ বিস্ফোরণের ঘটনাটি ক্ষত বিক্ষত হয়ে রয়ে গিয়েছে ভারতবাসীর বুকে। ওই বিস্ফোরণে ৪০ জন ভারতীয় জাওয়ান শহীদ হয়েছিলেন। প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন ডে’ হিসেবে পালন করা হয়। ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি ঘটা পুলওয়ামা বিস্ফোরণের পর ১৪ই ফেব্রুয়ারি দিনটি কে “ব্ল্যাক ডে অফ ইন্ডিয়া” হিসেবে ভারতীয় শহীদ জাওয়ানদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে পালন করা হয়।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের মাটিকে আরো মজবুত করতে এক নতুন অধ্যায় সূচিত করতে চলেছেন। আগামী ১৪ই ফেব্রুয়ারি রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেন্নাই গিয়ে দেশের সেনাদের হাতে তুলে দেবেন ১১৮ টি “অর্জুন মার্ক ওয়ান এ” অত্যাধুনিক ট্যাঙ্ক। এর জন্য খরচ হবে ৮৪০০ কোটি টাকা। আগের বছরের তুলনায় এ বছর ৬টি ট্যাঙ্ক কম করা হয়েছে। সূত্রে খবর, ভারতীয় সেনা ট্যাঙ্কের সংখ্যা কমাতে চায় বলেই এবছর ৬টি ট্যাঙ্ক কম করা হয়েছে।

‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ ওরফে ডিআরডিও-র অধীনে “অর্জুন মার্ক ওয়ান এ” ট্যাঙ্ক-এর নকশা ও নির্মাণ হয়েছে। অর্জুন এর আগের মডেলের তুলনায় ‘অর্জুন মার্ক ওয়ান এ’ ট্যাঙ্কটিতে ৭৯ টি নতুন ফিচারস যোগ করা হয়েছে।

যেকোনো পরিস্থিতিতে নিখুঁত ভাবে শত্রুদের উপর হামলা চালাতে সক্ষম হবে ‘অর্জুন মার্ক ওয়ান এ’। আগের অর্জুন ট্যাঙ্কের তুলনাই এই নতুন অর্জুন ট্যাঙ্ক-এ রাইফেল গানের রেঞ্জ বাড়িয়ে ১২০ মিলিমিটার করা হয়েছে। এই অর্জুন ট্যাংকে ব্যবহার করা হয়েছে ‘এক্সপ্লোসিভ রিঅ্যাকটিভ আর্মার’। যদি কোন বিস্ফোরকের মাধ্যমে অর্জুন ট্যাঙ্ককে ধ্বংস করবার চেষ্টা করা হয়। তবে তা প্রতিহত করতে সক্ষম হবে এই ‘অর্জুন মার্ক ওয়ান এ’ ট্যাঙ্ক।

‘অর্জুন মার্ক ওয়ান এ’ ট্যাঙ্ক-এ  ব্যবহার করা হয়েছে নাইট ভিশন। এটি রাতের বেলাতেও শত্রুদের উপর টার্গেট বা হামলা চালাতে সক্ষম। এছাড়াও ব্যবহার করা হয়েছে উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা। অর্জুন এর এই ট্যাঙ্ক এ থাকবে উন্নত মানের গান ব্যারেল। ভারতীয় সেনাবাহিনীর পরিভাষায় এটিকে ভারতের মেন ব্যাটেল ট্যাঙ্ক বলে আখ্যায়িত করা হচ্ছে।