পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে নারদা কাণ্ডে নতুন মোড়। সকাল বেলাতেই নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়ে গেলেন বর্তমান পরিবহণ মন্ত্রী এবং পুরো প্রধান ফিরহাদ হাকিম। আজ সোমবার সকালে তিনি নিজের চেতলার বাড়ি থেকে গ্রেপ্তার হন। তাঁকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে।

নিজাম প্যালেসে সিবিআই কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একেবারেই অবিচলিত থাকেন। তাঁকে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলতে শোনা যায় যে,”আমাকে নারদা কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করল। স্পিকারের অনুমতি ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। কোর্টে দেখে নেব।”
শুধুমাত্র ববি হাকিম নন, এই নারদা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মদন মিত্র এবং শোভন চ্যাটার্জিকেও। তাদেরকেও নিজেদের বাস ভবন থেকে তুলে নিয়ে আসা হয়। এছাড়াও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছে গেছে সিবিআই।
যদিও এই প্রসঙ্গে তৃণমূল নেতাদের বক্তব্য যে, শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই সমস্ত হেভিওয়েট নেতাদের অ্যারেস্ট করা হয়েছে। এই প্রসঙ্গে সকাল থেকেই ববি হাকিমের বাড়ির সামনে এবং বিক্ষিপ্ত জায়গায় তাঁর নামে স্লোগান দিতে থাকেন কর্মী এবং সমর্থকরা। তাঁরা সকলে ববি হাকিম জিন্দাবাদ বলে স্লোগান তোলেন।
এই প্রসঙ্গে সিবিআইকে জিজ্ঞাসা করলে তাঁরা বলেন যে, কোনও মন্ত্রী বা নেতাদের গ্রেপ্তার করা হয়নি। শুধু মাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। এই চার মন্ত্রীদের অর্থাৎ সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, শোভন চ্যাটার্জি এবং মদন মিত্রকে একসাথে সামনা সামনি বসিয়ে জেরা করা হবে বলেই জানিয়েছে এক সিবিআই আধিকারিক।