Hrithik Roshan, bollywood, হৃত্বিক রোশন, বলিউড
দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বলিউড-স্টার হৃত্বিক রোশন! জানুন কনে কে...

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের তালিকার একজন হলেন হৃত্বিক রোশন। তার রূপ, নাচের ভঙ্গি এবং অভিনয়ের দক্ষতা অনুপ্রাণিত করেছে হাজারো দর্শককে। এবার সকলের প্রিয় এই হৃত্বিক রোশন দ্বিতীয়বার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।

ঋত্বিকের প্রথম স্ত্রীর সঙ্গে ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। বিবাহ বিচ্ছেদের পর হৃত্বিক রোশন বেশ কিছুদিন একাই কাটিয়েছেন। এরপর তার জীবনে রঙিন বসন্ত নিয়ে আসেন সাবা আজাদ। প্রথমে গুঞ্জন রটে এবং পরে ক্যামেরার লেন্স ফাঁকি দিতে পারেননি হৃত্বিক ও সাবা। আর এবারের স্ত্রী হতে চলেছেন তিনিই।

যদিও দুজনেই তার ক্যারিয়ারে খুবই ব্যস্ত। তবে কাজের ফাঁকে সর্বদা একসঙ্গে ধরা পড়েছেন তারা। এমনকি পরিচালক করন জোহরের ৫০তম জন্মদিন উদযাপনেও সাবা ও হৃত্বিকে একত্রিত যেতেই দেখা যায়। এবার প্রেমকে শুভ পরিণয়ে পরিণত করার কথাই শোনা যাচ্ছে বলিউডে।

খুব সম্ভবত এই বছরই সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিয়ে সেরে ফেলতে চান হৃত্বিক রোশন। তার বর্তমান প্রেমিকা সাবা আজাদকে আনুষ্ঠানিক বিবাহের মাধ্যমে তার অর্ধাঙ্গিনীর আখ্যা দিতে ইচ্ছুক হৃত্বিক রোশন। যদিও তারা নিজেরা তাদের বিয়ে নিয়ে এখনো পর্যন্ত কিছুই জানাননি মিডিয়াতে।