পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন খ্যাতনামা বলি-তারকা বিক্রম গোখলে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা বিক্রম গোখলে। এদিন শনিবার ২৬ শে নভেম্বর পুনেতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বুধবার হঠাৎই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল যে অভিনেতা বিক্রম গোখলে প্রয়াত হয়েছেন। হাজার হাজার মানুষ সেই খবর শেয়ার করতে থাকেন। মুহূর্তের মধ্যে খবরটি ভাইরাল হয়ে পড়ে। আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এত বেশি ফেক নিউজ ঘোরাফেরা করে যে তা যাচাই না করে কিংবা এক শতাংশ নিশ্চিত না হয়ে সেই খবর শেয়ার করা কিংবা বিশ্বাস করা অত্যন্ত কঠিন। তবে খবরটি ভাইরাল হওয়ার সাথে সাথেই তার পরিবারের তরফ থেকে সেদিন রাতেই জানিয়ে দেওয়া হয় যে তিনি সুস্থ আছেন। তবে এদিন শনিবার সত্যিই ইহলোক ছেড়ে পরলোকের পথে যাত্রা করলেন এই বিখ্যাত অভিনেতা।
বুধবার তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার থেকে জানা গিয়েছিল ধীরে ধীরে অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। ১৮ দিন ধরে অসুস্থতার জন্য অভিনেতা পুনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল একটু একটু করে সুস্থতার পথে এগোচ্ছেন বিক্রম গোখলে। শুক্রবার তার রক্তচাপ কিংবা হার্ট রেট দুটোই স্টেবল ছিল বলে জানা গিয়েছিল। একটু একটু হাত পা নাড়ছিলেন এমনকি ধীরে ধীরে চোখও খুলছিলেন তিনি।
অভিনেতার স্ত্রী বরুশালি গোখলে সংবাদমাধ্যমে জানান, মাল্টি অর্গান ফেইলিওর হয়ে বুধবার দুপুরে কোমায় চলে যান তিনি। তারপর তাকে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে রাখা হয়। এই কথা চাউর হতেই সোশ্যাল মিডিয়াতে রটে যায় যে অভিনেতা মারা গিয়েছেন। যদিও কিছু সময় পর তার স্ত্রী সংবাদমাধ্যমে জানান অভিনেতা মারা যাননি। তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।
মারাঠি ছবি ‘অনুমতি’-র জন্য ২০১০ সালে জাতীয় পুরস্কারেও ভূষিত হন। অসুস্থতার কারণে বেশ কিছু বছর তিনি বলিউড থেকে দূরে সরে ছিলেন। তিনি শেষবার কাজ করেছেন শিল্পা শেট্টির ‘নিকাম্মা’ সিনেমায়। তিনি একজন অভিনেতা হওয়ার পাশাপাশি বিশিষ্ট সমাজকর্মীও ছিলেন। তিনি এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ডিজেবল সেনাকর্মী এবং অনাথ শিশুদের পড়াশোনা জন্য প্রচুর সাহায্য করে গিয়েছেন।
তবে এদিন শনিবার সেই মাল্টি অর্গান ফেলিওর হয়েই শেষমেশ না ফেরার দেশে যাত্রা করেন মারাঠি ভাষার অন্যতম মঞ্চ অভিনেতা তথা বলিউডের একজন বিখ্যাত অভিনেতা। শারীরিক অসুস্থতার কারণেই ২০১৬ সালে মারাঠি থিয়েটার থেকে অবসর নিয়েছিলেন অভিনেতা বিক্রম গোখলে। ১৯৭১ সালে অমিতাভ বচ্চনের ‘পরোয়ানা’ ছবির হাত ধরে মাত্র ২৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন বিক্রম। নিজের ক্যারিয়ারে একের পর এক অসংখ্য হিট সিনেমা দর্শককে উপহার দিয়েছেন। কাজ করেছেন ‘হম দিল দে চুকে সনম’, ‘অগ্নিপথ’, ‘খুদগাওয়া’, ‘ভুল ভুলাইয়া’ এর মত অসংখ্য সুপারহিট সিনেমায়।