
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ যত দিন যাচ্ছে ততই জটিলতা বাড়ছে নিয়োগ দুর্নীতি নিয়ে। ইতিমধ্যে ইডির স্ক্যানারে নিয়োগ দুর্নীতিতে নাম উঠে এসেছে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)-এর। সাথে নাম উঠে এসেছে আরো অনেক ব্যক্তির। তবে ইতিমধ্যে এডি তরফে দুবার তলব করা হয়েছে বনিকে। তবে সেই তলবে ইডিকে কুন্তলের দেওয়া চল্লিশ (৪০) লক্ষ টাকা ফিরিয়ে দেবেন বলে জানিয়েছিলেন বনি। আর সম্প্রতি গত বৃহস্পতিবার সেই টাকাই ইডির অ্যাকাউন্টে জমা করলেন বনি সেনগুপ্ত।
প্রসঙ্গত, শিক্ষক কেলেঙ্কারিতে হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) অভিযুক্ত হওয়ার পর থেকেই নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসছে একের পর এক ব্যক্তির। সেই হিসেবে নাম উঠে এসেছে বনি সেনগুপ্তের। ইডির কাছে কুন্তল জানিয়েছিলেন, তিনি এই নিয়োগ দুর্নীতির টাকা থেকেই ৪০ লক্ষ টাকা দিয়েছেন বনিকে। আর সেই সূত্রেই ইডি তরফে ডেকে পাঠানো হয় বনিকে।
অন্যদিকে, এই নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসে কুন্তল ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর। যিনি কলকাতার নেল পার্লারের মালকিন। অভিযোগ উঠেছিল, তিনিও নাকি ৫৫ লক্ষ টাকা নিয়েছিলেন কুন্তলের থেকে। তবে তাকেও তলব করা হয়েছে ইডি তরফে। আর সেখানে নানা জিজ্ঞাসাবাদে সোমা চক্রবর্তী (Soma Chakraborty)-র মুখে নাম উঠে আসে কৌশানি (Koushani)-র। ফলে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় বনি প্রেমিকা কৌশানিরও।
তবে ইডি তরফে বনিকে ডাকা হলে বনি সেখানে হাজিরা দেন এবং তাঁকে নানা জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে বনি জানান, তিনি জানতেন না যে কুন্তল ঘোষের থেকে পাওয়া ৪০ লক্ষ টাকা দুর্নীতির টাকা। জানলে তিনি সেই টাকা ছুঁতেন না। তবে তিনি ইডিকে এও জানিয়ে ছিলেন যে, তিনি সেই টাকা ফেরত দিয়ে দেবেন। আর সেই কথামতোই তিনি গত বৃহস্পতিবার ইডির অ্যাকাউন্টে ফেরত দেন কুন্তলের থেকে পাওয়া ৪০ লক্ষ টাকা।
অন্যদিকে বনি এও বলেছেন যে, তিনি কুন্তল ঘোষের থেকে যে কাজের জন্য টাকা নিয়েছিলেন সেই কাজ সফল হয়নি। ফলে তিনি কুন্তলের বিভিন্ন অনুষ্ঠান বিনামূল্যে করে সেই টাকা পুষিয়ে দিয়েছিলেন। তবে শুধু বনি সেনগুপ্ত নয়, এর পাশাপাশি কুন্তল ঘোষের থেকে পাওয়া ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফেরত দিলেন সোমা চক্রবর্তীও। জানা গিয়েছে, আজ শুক্রবার কুন্তল ঘনিষ্ঠ সোমা চক্রবর্তী কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা। যে অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর।